E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গাজীপুরে পানিতে ডুবে তিন কিশোরীর মৃত্যু, একজন নিখোঁজ 

২০২১ সেপ্টেম্বর ১৩ ১৯:০৮:০৯
গাজীপুরে পানিতে ডুবে তিন কিশোরীর মৃত্যু, একজন নিখোঁজ 

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন কিশোরী শিক্ষার্থীর মৃত্যু ও এক কিশোরী নিখোঁজ রয়েছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকায়।

নিহতরা পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিচি আক্তার (১৫), একই গ্রামের মনজুর হোসেনের মেয়ে মায়া আক্তার (১৪)। সে জমির উদ্দিন স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী ছিলো। একই গ্রামের হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪)। সে পাইনশাইল গ্রামের গাছপুকুরপাড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী ছিলো। রিচি জমির উদ্দিন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণী ও রিয়া ৩য় শ্রেণীর ছাত্রী ছিলো। নিখোঁজ পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিয়া আক্তার (১০)।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার লবন্দহ খালে বন্যার পানিতে এখন অথৈই পানি। প্রতিদিনই সেখানে আশপাশের শিশু কিশোররা গোসল করতে নামে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে রিচি, রিয়া, আইরিন ও মায়াসহ ৫-৬ জন কিশোরী গোসল করতে নামে এসময়ে ওই চারজন হঠাৎ খালের স্রোতে পড়ে যায়। এসময়ে খালের পাড়ে থাকা অন্য শিশু কিশোররা তাদের দেখতে না পেয়ে ডাক চিৎকার শুরু করে। এত দুই জন পারে উঠেতে পারলেও ওই চারজন পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করতে না পেয়ে গাজীপুর দমকল বাহিনীকে খবর দেয়া হয়। দুপুর দেড়টার দিকে গাজীপুর দমকল বাহিনীর ডুবুরি দল প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে তিন জনের মৃতদেহ উদ্ধার করে।

তবে পাইনশাইল গ্রামের মনজুর হোসেনের মেয়ে মায়া আক্তার নিখোঁজ রয়েছে। ঘটনার খবর পেয়ে গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী, স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা এস এম মান্নান, জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে থেকে উদ্ধার তৎপরতা পযবেক্ষন করছেন।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক

মো. আব্দুররাজ্জাক মিয়া জানান, বিকাল চারটা পযন্ত তিন কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্য নিখোঁজ আরেক কিশোরীকে খোঁজার কাজ অব্যাহত রয়েছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test