E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

উত্তাল বঙ্গোপসাগর, নিরাপদ আশ্রয়ে শতশত ফিশিং ট্রলার

২০২১ সেপ্টেম্বর ১৩ ২২:৫৯:৪০
উত্তাল বঙ্গোপসাগর, নিরাপদ আশ্রয়ে শতশত ফিশিং ট্রলার

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে ইলিশ মৌসুমের শেষ মুহূর্তে এসে লঘুচাপের করনে উত্তাল ঢেউয়ের কারনে টিকতে না পেরে  রবিবার থেকে সাগর ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছে বাগেরহাটের ৯ শতাধিক ফিশিং ট্রলার। গত দুদিনে বাগেরহাটের কেবি ফিসারীঘাট, শরণখোলা, মোংলা ও রামপালের শত-শত ফিশিং ট্রলার নিরাপদে ঘাটে ফিরে এসেছে। কিছু ট্রলার সুন্দরবনের দুবলা, কটকা, মেহেরআলীর চরে আশ্রয় নিয়েছে। বিকাল থেকে বাগেরহাটের উপকূলীয় এলাকার উপ দিয়ে ঝড়ো ও দমকা হাওয়াসহ থেকে-থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের কারণে মোংলা বন্দরের জেটি ও আউটার বারে জাহাজে পন্য ওঠানামার কাজ ব্যহত হচ্ছে।

আবহওয়া বিভাগ বলছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিঃ মিঃ, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এজন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম ও এর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক সময়ের চেয়ে ২-৩ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

বাগেরহাট জেলা ফিশিং ট্রলার মালিক সামতির সভাপতি মো. আবুল হোসেন জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় উপকূলের সকল জেলে সাগর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে। বাগেরহাট জেলার ৯ শতাধিক ফিশিং ট্রলারের বেশিরভাগই বাগেরহাটের কেবি ফিসারীঘাট, মোংলা, রামপাল ও শরণখোলার রায়েন্দা মৎস্য অবতরণ কেন্দ্র, রাজেস্বর, খোন্তাকাটা, তাফালবাড়ী ঘাটে অবস্থান করছে। কিছু ট্রলার সুন্দরবনের দুবলা, কটকা, মেহেরআলীর চরে অশ্রয় নিয়েছে।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test