E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

জামালপুরে মির্জা আজমের জন্মদিন পালিত

২০২১ সেপ্টেম্বর ১৩ ২৩:০৭:০৩
জামালপুরে মির্জা আজমের জন্মদিন পালিত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মির্জা আজমের জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য্য এতে সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এএইচএম মাহবুবুর রহমান, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তার, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর রফিকুল বারী মামুন, আওয়ামী লীগ নেতা রুস্তম আলী ঠিকাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা আবদুল হালিম, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফকির আহসানুল ইরফান, মোশাররফ হোসাইন প্রমুখ।

আলোচনা শেষে অতিথিরা জন্মদিনের কেক কাটেন এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test