E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরব অন্তঃসত্ত্বা কিশোরীর রহস্যজনক মৃত্যু

২০২১ সেপ্টেম্বর ১৪ ১৬:৪৬:৩৮
ভৈরব অন্তঃসত্ত্বা কিশোরীর রহস্যজনক মৃত্যু

মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে অন্তঃসত্ত্বা কিশোরীর রহস্য জনক মৃত্যুর ঘটনার অভিযোগ পাওয়া গেছে। অন্তঃসত্ত্বা কিশোরী ভৈরব পৌর শহরের আমলা পাড়া এলাকার মোশারফ মিয়ার মেয়ে কল্পনা (১৫) (বুদ্ধি প্রতিবন্ধী)।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে ময়নাতদন্তেরর জন্য প্রেরণ করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত কিশোরী কল্পনা বাড়ির পাশে ছগির মিয়ার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো। একই বিল্ডিংয়ের নিতচলার ভাড়াটিয়া আশিক নামের ছেলের সাথে কল্পনার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কাজের সুবাদে বিল্ডিংয়ে প্রতিদিন আসা যাওয়া করতো কল্পনা। এই সুযোগে প্রেমিক আশিকের সাথে প্রেমের সম্পর্ক শারিরিক সম্পর্কে রূপ নেয়। গত বছর ৫ ডিসেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে এই শারিরিক সম্পর্ক করে কল্পনাকে ধর্ষণ করে আশিক।

এ ঘটনায় শারীরিকভাবে কিশোরী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নিতে যায়। বিভিন্ন পরীক্ষা শেষে কল্পনা অন্তঃসত্ত্বার প্রমাণ মিলে। পরে বিষয়টি আশিকের পরিবারকে জানান কল্পনার বাবা। আশিকের পরিবার ঘটনার পর থেকে কিশোরীর পরিবাকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাতে থাকে। বিচার না পেয়ে কল্পনা বাদী হয়ে ২৬ আগস্ট ভৈরব থানায় নারী ও শিশু দমন নির্যাতন আইনে আশিক, আশিকের বড় ভাই নূরুল আমিন (২৫) ও মাতা আসমা বেগমকে (৪৫) আসামি করে মামলা করেন।

মামলা দায়েরের পর আশিকের বড় ভাই নুরুল আমিনকে গ্রেফতার করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন পুলিশ। মামলার ২০ দিন যেতে না যেতেই আবারো কল্পনা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ময়মনসিংহ সদর হাসপাতালে। ১৩ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে চিৎিসাধীন অবস্থায় কল্পনা হাসপাতালের বেডে মারা যান। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি আশিকের পরিবার ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের জানালেও এর কোন সুরাহা করেনি। কল্পনার মৃত্যুর খবর শুনে আশিকের পরিবারের লোকজন গা ঢাকা দেয়।

এ বিষয়ে ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকি বলেন, কিছু দিন পূর্বে কল্পনা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ (১)/৩০ ধারায় একটি মামলা রুজু করা হয়। মামলার পর অভিযুক্ত একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। মধ্যরাতে জানতে পারি কল্পনা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। বাড়িতে আনার পর আজ কল্পনা ও তার পেটের সন্তানের ডিএনএ রিপোর্টের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের লাশের ময়না তদন্ত রিপোর্টের পর আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

(এম/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test