E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষকের মানবন্ধন

২০২১ সেপ্টেম্বর ১৫ ১৬:৪৪:১৬
নওগাঁয় ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষকের মানবন্ধন

নওগাঁ প্রতিনিধি : বুধবার দুপুর ১২টায় নওগাঁয় চার দফা দাবিতে মানবন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখা।

শহরের মুক্তির মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের জেলা আহবায়ক আকতার বুলবুল আহম্মেদের সভাপতিত্বে সদস্য সচিব জাকারিয়া মন্ডল, সদস্য রাহাত কামাল, চন্দন দেব, জাহাঙ্গীর আলম, নিজামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা চলমান চার বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রনালয়ের অযৌত্তিক ও আত্মঘাতি কার্যক্রম বন্ধ করা এবং এই কোর্সকে আরো আধুনিকায়ন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতি কোটা ৫০%, প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নূন্যতম বেতন নির্ধারনসহ ডিগ্রী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুপাত ১ঃ৫ রেখে অর্গানোগ্রাম প্রদানসহ চারদফা দাবি তুলে ধরেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test