E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাজারহাটে তিস্তার ভাঙনে বাস্তুভিটা ৭০০ পরিবারের মাঝে ত্রিপাল বিতরণ 

২০২১ সেপ্টেম্বর ১৫ ১৮:৩৭:২৯
রাজারহাটে তিস্তার ভাঙনে বাস্তুভিটা ৭০০ পরিবারের মাঝে ত্রিপাল বিতরণ 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে বাস্তুভিটা বিলীন হয়ে যাওয়া ৭০০ পরিবারের মাঝে ত্রিপাল করা করা হয়েছে। 

বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরকার বাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে বেসরকারি সংস্থা পিপলস ইম্প্রভিমেট সোসাইটি অফ বাংলাদেশ এর উদ্যোগে তিস্তা নদীতে বসতভিটা হারানো ৭শত পরিবারের মাঝে ত্রিপাল বিতরণ করেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী, উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২আসনের এমপি পুত্র আবু সুফিয়ান পাভেল, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আমজান হোসেন, যুগ্ন আহবায়ক ওয়াহেদ আলী ও সংস্থার প্রকল্প পরিচালক ইমরান হোসাইন হাবিবী প্রমূখ।

শেষে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম ও বগুড়া পাড়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কওে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর খোজ খবর নেন ও নদী শাসনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বস দেন।

(পিএস/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test