E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দুই ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন

২০২১ সেপ্টেম্বর ১৫ ১৯:১৪:৪৩
লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দুই ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ২ টি ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলার দালাল বাজার খান মার্কেটে ৩ নং দালাল বাজার ইউনিয়ন ও ১ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের সম্মেলন হয়। সম্মেলন উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলার সাধারন সম্পাদক শম্ভু লাল মজুমদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সহ- সাধারন সম্পাদক গৌবিন্দ অধিকারী।

দালাল বাজার ইউনিয়নের লিটন চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ হামছাদি ইউনিয়নের আহবায়ক তপন সরকারের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি শিপন মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ঐক্য পরিষদের লক্ষ্মীপুর জেলার সভাপতি শিমুল সাহা, ঐক্য পরিষদের জেলা আদিবাসি বিষয়ক সম্পাদক রাধা রমন দাস স্বপন, মহিলা ঐক্য পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক ভানু নাগ, ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার আহবায়ক শশাংকর মজুমদার, ঐক্য পরিষদ সদর উপজেলার সহ-সাধারন সম্পাদক কমল সাহা, যুব ঐক্য পরিষদ সদর উপজেলার সভাপতি সঞ্জয় পাল ও সাধারন সম্পাদক সুজন সরকার প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, ১৯৮৮ সালে এরশাদ সরকার বাংলাদেশ সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতাকে লঙ্ঘন করে রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেছিল। এর মাধ্যমে সে সময় বাংলাদেশে সংখ্যালঘু জনগণের মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল। এদেশে সংখ্যালঘুদের ওপর শোষণ-নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে ১৯৮৮ সালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়েছিল।বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগাতে সকল ধর্মের অনুসারীদের প্রতি আহবান জানান।

আলোচনা শেষে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
পরে ঐ ২টি ইউনিয়নের কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে দালাল বাজার ইউনিয়নে সভাপতি লিটন চৌধুরী, সাধারন সম্পাদক রতন সাহা, সাংগঠনিক সম্পাদক বেনু চৌধুরী এবং দক্ষিণ হামছাদি ইউনিয়নে সভাপতি তপন সরকার, সহ-সভাপতি খোকন বৈষ্ণব, সাধারন সম্পাদক যতন দেব নাথ, সাংগঠনিক সম্পাদক মরণ পাল নির্বাচিত হন।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test