E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে মাহবুবুর রহমান খান স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

২০২১ সেপ্টেম্বর ১৬ ১৯:০৭:২২
ফরিদপুরে মাহবুবুর রহমান খান স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সাবেক কোষাধ্যক্ষ , বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী, উদয়ন সংঘ আলিপুরের সাবেক প্রতিষ্ঠাতা সম্পাদক সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবুর রহমান খান এর স্মরণে এক আলোচনা সভা আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উদয়ন সংঘে অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগে সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও উদয়ন সংঘের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, শহর আওয়ামী লীগ এর আহ্বায়ক মনিরুল ইসলাম মিঠু, স্থানীয় বাসিন্দা গোলাম রাব্বানী খান মুন, বিশিষ্ট ব্যবসায়ী আওলাদ হোসেন খান বাবুর প্রমূখ।
সভা পরিচালনা করেন ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সৈয়দ আলী আশরাফ পিয়ার।
সভায় বক্তারা মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। এরপর মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test