E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় মন্দিরে চুরি ও মূর্তি ভাংচুর

২০১৪ সেপ্টেম্বর ১১ ১৬:০৫:৩৫
লোহাগড়ায় মন্দিরে চুরি ও মূর্তি ভাংচুর

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির মহাজন-কলাগাছি-মাইগ্রাম ত্রিনাথ স্মৃতি মহাশ্বশান মন্দিরের মূর্তি ভাংচুর ও চুরি সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি। মহাজন-কলাগাছি-মাইগ্রাম ত্রিনাথ স্মৃতি মহাশ্বশান মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট আনন্দ মোহন দাস জানান, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে ওই মন্দিরের সেবাইত শক্তিপদ বিশ্বাস ও তার স্ত্রী সন্ধ্যা রানী বিশ্বাস পাশ্ববর্তী মাইগ্রামের একটি বাড়িতে বেড়াতে যান ।

এ সময় অজ্ঞাত চোরের দল ওই মন্দিরের সেবাইতের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মূল্যবান কাপড়-চোপড় ও নগদ টাকাসহ প্রায় ১২ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এরপর চোরের দল পাশের মন্দিরে প্রবেশ করে কালি মূর্তির মাথা ও হাত ভেঙ্গে ফেলে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সুভাষ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সুভাষ বিশ্বাস জানিয়েছেন।

(আরএম/এএস/সেপ্টেস্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test