E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় মনসা পূজার মধ্য দিয়ে অস্তিত্ববিহীন গুড় পুকুরের মেলা শুরু

২০২১ সেপ্টেম্বর ১৭ ১৮:২৩:৩৪
সাতক্ষীরায় মনসা পূজার মধ্য দিয়ে অস্তিত্ববিহীন গুড় পুকুরের মেলা শুরু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সর্প দেবী মনসা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হলো প্রাচীন লোকজ সংস্কৃতি মেলা ‘গুড় পুকুরের মেলা’। তিন শ’ বছর আগে শুরু হওয়া ভাদ্র মাসের শেষ দিনের এই পূজা ও মেলা বসে সাতক্ষীরা শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ে  প্রাচীন বটবৃক্ষের নিচে। তবে করোনা পরিস্থিতির কারণে এবারও বন্ধ থাকছে মেলার  জৌলুসভরা আয়োজন।

আজ হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে গুড় পুকুর বটতলায় মন্ত্র জপ , হুলু ধ্বনি, ঢাক ঢোল ও শংখ ধ্বনির মধ্যে পূজিত হলেন সর্প দেবী মা মনসা। সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির মনসা পূজার উদ্বোধন করেন দুপুর ১২ টায়।

হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী ও পুরুষ সদস্যরা দুধ কলা ও অন্যান্য উপচার নিয়ে মনসা পূজা দেন। এ সময় পুরোহিতের মন্ত্র জপের সাথে সাথে বেজে ওঠে ঢাক ঢোল কাঁসর। সর্প দেবী মনসাকে তুষ্ট করতে পরিবেশিত হয় ভাসান গান।
তবে ২০০৫ সালে গুড় পুকুরে রমেলা চলাকালেÍব্সি সিনেমা হলে ে স্টডিয়ামে সার্কূাস প্যাণ্ডেলে বোমা হামলার পর মেলার অস্তিদ্ব হারিয়ে গেছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test