E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় নাশকতার প্রস্তুতিকালে ১০ নারী জামায়াত কর্মী আটক

২০২১ সেপ্টেম্বর ১৭ ১৮:২৮:১১
সাতক্ষীরায় নাশকতার প্রস্তুতিকালে ১০ নারী জামায়াত কর্মী আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নাশকতার প্রস্তুতিকালে ১০ নারী জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। 

শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোওয়ার হুসেন জানান, আলীপুর শফির বাঁশতলা নামক স্থানে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের জামায়াতের কিছু মহিলা কর্মী অবস্থান করে নাশকতা সৃষ্টির পরিকল্পনার প্রস্তুতি গ্রহণ করেছে মর্মে তিনি খবর পান। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার এবং পুলিশ পরিদর্শক আজিজুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ১০ মহিলাকর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯টি ব্যক্তিগত রিপোর্ট বইসহ জামায়াত ইসলামের ৩৩টি বিভিন্ন বই এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, আলীপুর শফির বাঁশতলা এলাকার আব্দুল জলিলের স্ত্রী মাজেদা খাতুন(৪৫), বাগেরহাট জেলার চিতলমারী থানার পরানপুর গ্রামের মৃত মোস্তফার স্ত্রী আনোয়ারা(৫৮), সাতানী বাঁশদহা এলাকার মনিরুল বাশারের স্ত্রী খাদিজা পারভীন(৪০), সুলতানপুর ঝিলপাড়ার গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী চায়না পারভীন (৩৫), আলীপুর তালবাড়িয়া গ্রামের মৃত সামাদ সরদারের স্ত্রী ফিরোজা বেগম(৫৫), মৃত গোলাপ শেখের স্ত্রী ফরিদা খাতুন(৪৫), গোলাম মোস্তফার স্ত্রী রাজিয়া খাতুন (৩৫), মৃত হামিদ সরদারের স্ত্রী রাফিজা খাতুন (৩৫), আলীরপুর বাজারখোলা গ্রামের ইসমাইল মোড়লের স্ত্রী মর্জিনা খাতুন(৩০), আলীপুর হাটখোলা গ্রামের দবির সরদারের স্ত্রী বিউটি খাতুন(৪৫)। এঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষশতা আইনের ১৫(৩)/২৫খ ধারায় শুক্রবার থানায় একটি মামলা(৫৩) দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test