E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ার নীলগঞ্জে গরু চুরি নিয়ে যুবলীগে গৃহদাহ

২০১৪ সেপ্টেম্বর ১১ ১৬:১১:১৭
কলাপাড়ার নীলগঞ্জে গরু চুরি নিয়ে যুবলীগে গৃহদাহ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি কবির গাজীকে গরু ও মহিষ চুরির অভিযোগে দল থেকে বহিস্কারের ঘটনায় প্রকাশ্যে কোন্দল শুরু হয়েছে। এনিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বহিস্কার অবৈধ দাবি করে কবির গাজী অভিযোগ করেন, বর্তমান কমিটির সভাপতি শামিম খলিফা ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাংগঠনিক বিরোধকে পুঁজি তার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ করে অগঠনতান্ত্রিক ভাবে দল থেকে দল থেকে বহিস্কার করেছে।

জানা যায়, নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে একটি গ্রুপ প্রকাশ্যে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। সাধারন মানুষকে কৌশলে ফাঁদে ফেলে টাকা আদায় ও ভাড়ায় সন্ত্রাসী কর্মকান্ড করছে। এনিয়ে এলাকায় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে একই দলের একাধিক কর্মী। কিন্তু ক্ষমতাসীন দলের অংগসংগঠন হওয়ায় কেউ ভয়তে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারছে না।

নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি শামিম খলিফা অভিযোগ করেন, দলের নাম ভাঙ্গিয়ে কবির গাজী দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করছে। সে এলাকায় কোন ছেলে-মেয়ে ঘুরতে এলেই তাদের আটকে টাকা আদায় করে। অন্তত ৫০ জনের কাছ থেকে এভাবে সে টাকা আদায় করেছে। উমেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে এক প্রার্থীর পক্ষে টাকা খেয়ে অন্য প্রার্থীকে নাজেহাল করেছে। তার বিরুদ্ধে রয়েছে গরু-মহিষ চুরিরসহ এন্তার অভিযোগ রয়েছে। এ কারনে দলের সুনাম রক্ষার জন্য গত ১ সেপ্টেম্বর কবির গাজী দল থেকে বহিস্কার করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কবির গাজী বলেন, বর্তমান কমিটির কারো এখতিয়ার নেই তাকে বহিস্কার করার। এমনকি তার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ অস্বীকার করে বলেন এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি বলেন এলাকায় শামিম খলিফা ও তার লোকজন নানা অপকর্ম করায় সে প্রতিবাদ করেন। এজন্য তাকে অগঠনতান্ত্রিকভাবে বহিস্কার করেছে।

এদিকে যুবলীগের এ পাল্টাপাল্টি অভিযোগ ও বহিস্কারের ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগের শীর্ষ নেতারা দুই পক্ষে অবস্থান নেয়ায় বড় ধরনের সংঘর্ষের আশংকায় উদ্বিগ্ন সাধারন নেতাকর্মীরা।

ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সম্পাদক ডা. মেখ মো. ফরিদ বলেন অগঠনতান্ত্রিক উপায়ে এ বহিস্কার করা হয়েছে। তবে একাধিক সিনিয়র নেতা বলেন তাকে বহিস্কার করায় এলাকাবাসী খুশি।

(এমকেআর/এএস/সেপ্টেস্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test