E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় অনুর্ধ-১৭ জুনিয়র ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০২১ সেপ্টেম্বর ১৮ ২৩:৩৪:৫৬
আগৈলঝাড়ায় অনুর্ধ-১৭ জুনিয়র ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগান নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় অনুর্ধ-১৭ জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত পায়রা ও ইলিশ দলের মধ্যে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হলে ট্রাইব্রেকারে ৩-০ গোলে ইলিশ দলকে হারিয়ে পায়রা দল শিরোপা বিজয়ী হয়।

সন্ধ্যায় মাঠে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

খেলা উপভোগ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওই কলেজের অধ্যক্ষ ফকরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, উপজেলা আওয়ামী লীগ নেতা আওলাদ কাজী, রেমন ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর আশ্রাফ আহম্মেদ, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টের আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার জানান- স্থানীয় পর্যায়ে খেলোয়ার তৈরী করা এবং করোনার সময়ে স্থানীয় যুবকেরা যাতে বিপথগামী না হয় সেজন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টে স্থানীয়ভাবে লটারীর মাধ্যমে খেলোয়ার নির্বাচন করে মোট ছয়টি দল নির্ধারণ করা হয়। ওই ছয় দলের অংশ গ্রহনে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test