E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

২০২১ সেপ্টেম্বর ২০ ১১:৩১:৫৭
নোয়াখালীতে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : আজ সোমাবার নোয়াখালীর কবিরহাট পৌরসভা, হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। তবে মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী জহিরুল হক রায়হান বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় করিহাট পৌরসভায় শুধুমাত্র কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

নির্বাচনকে সামনে রেখে গতকাল রোববার প্রতি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছানো হয়েছে। একই সঙ্গে কেন্দ্রগুলোতে নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীও আছেন সতর্ক অবস্থায়।
নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন।

সুবর্ণচরে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। একাধিক কেন্দ্র ঘুরে দেখায় যায় ভোটারদের উপচে পড়া ভিড়। ২ নং চরবাটা ইউনিয়নে চলছে ইভিএমএ ভোট হচ্ছে। তবে ভোট গ্রহণ একটু স্লো হচ্ছে বলে অভিযোগ করেন ভোটাররা। ফিঙ্গারপ্রিন্ট না মেলা, ভোটার স্লিপ না আনাসহ রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।

৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দ্বিতা করছেন ২৭ জন। পুরুষ সদস্য পদে ২০৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৬ জন নির্বাচনী লড়াই চলছে। ৬ টি ইউনিয়নে ৫৬ টি কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ৮১৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ উপজেলার ৬টি নির্বাচনী এলাকায় নিরাপত্তায় ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৫৭ জন পুলিশ, ৯৫২ জন আনসার, ৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৮টি টিম, আইনশৃঙ্খলা বাহিনীর ৬টি মোবাইল ফোর্স ও ২টি স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী দায়িত্ব পালন করছেন। সেই সাথে স্খানীয় সাংবাদিকগন রয়েছেন নির্বাচন পর্যবেক্ষণের দায়ীত্ব পালন করছেন। জেলা উপজেলায় প্রায় সাংবাদিকদের ১২ টি টিম পর্যবেক্ষণ করছেন চলমান ভোট গ্রহনের পরিস্থিতি।

এছাড়া জেলার হাতিয়া উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে ৮৬টি কেন্দ্রে ১ লাখ ৬৮ হাজার ৫৫৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ চলছে। ৭টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৩৩জন, পুরুষ সদস্য পদে ২৯৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৮ জন প্রতিদন্দ্বিতা করছেন। নির্বাচনকে সুষ্ঠু করতে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৬৭৫ জন পুলিশ, ১৪৬২ জন আনসার, ৬ প্লাটুন কোস্টগার্ড, ২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৫টি টিম, আইনশৃঙ্খলা বাহিনীর ৭টি মোবাইল টিম ও ৩ টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।

স্ব স্ব নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার কবিরহাট পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রে ১৫ হাজার ৪৫১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ৯টি ওয়ার্ডে ৩০ জন প্রার্থী কাউন্সিলর পদে লড়বেন। পুরুষ সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন প্রতিদন্দ্বিতা করছেন। নির্বাচনকে সুষ্ঠু করতে ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ থাকবেন, প্রতি কেন্দ্রে ৯ জন আনসার, এছাড়া বিজিবি ২ প্লাটুন, র‌্যাবের ৪টি টিম, আইনশৃঙ্খলা বাহিনীর ৪টি মোবাইল টিম ও র‌্যাবের ৩ টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২১)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test