E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কৃষি ব্যাংকের অর্থ আত্মসাৎ, তিন কর্মকর্তার কারাদণ্ড

২০২১ সেপ্টেম্বর ২০ ২১:৫৯:০১
কৃষি ব্যাংকের অর্থ আত্মসাৎ, তিন কর্মকর্তার কারাদণ্ড

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জ শাখার কৃষি ব্যাংকে অর্থ আত্মসাতের দায়ে তিন কর্মকর্তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আলী আহাম্মদ, সাবেক দ্বিতীয় কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও আশরাফ হোসেন (পলাতক)।

দুদকের দায়ের করা মামলায় কৃষি ব্যাংকের ওই তিন কর্মকর্তাকে পৃথক দুই দণ্ডবিধি ও আইনে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের বিজ্ঞ স্পেশাল জজ মোহাম্মদ জহিরুল কবির এ রায় দেন।

বিজ্ঞ আদালত একইসাথে তাঁদের প্রত্যেককে একটিতে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অন্যটিতে দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জামালপুরের মাদারগঞ্জের কৃষি ব্যাংকের এই তিন কর্মকর্তা ব্যাংকে কর্মরত থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কের অর্থ আত্মসাত করেন। তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগের ভিত্তিতে পৃথক ৮টি মামলা দায়ের হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সৈয়দ আহমদ বাদী হয়ে ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি থানায় মামলাগুলো রুজু করেন।

মামলায় দীর্ঘ তদন্ত, শুনানি ও যুক্তিতর্ক শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। সোমবার দুপুরে জামালপুর জেলা জজ আদালতের বিজ্ঞ স্পেশাল জজ মোহাম্মদ জহিরুল কবির তাঁদের সাজার রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পিপি এডভোকেট লুৎফর রহমান রতন জানান, সরকারি কর্মচারী হয়ে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অর্থ তছরুপ করার দায়ে অভিযুক্ত তিনজনকে দণ্ডবিধির ৪০৯ ধারায় প্রত্যেককে চার বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। একইসাথে আদালত পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। অপরদিকে অর্থ আত্মসাতের দায়ে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ডসহ দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

দুটি সাজা একটির পর অন্যটি কার্যকর হবে বলেও দুদকের এ আইনজীবী জানান।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test