E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াইগ্রামে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

২০২১ সেপ্টেম্বর ২১ ১৫:৫৭:০১
বড়াইগ্রামে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বেহাল রাস্তা সংস্কার ও পাকা করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার জোয়াড়ি খোর্দ্দকাচুটিয়া এলাকায় এই কর্মসুচি পালিত হয়। 

মানববন্ধনে স্থানীয় নারী, পুরুষ, কৃষক এবং স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তারা বলেন, খোর্দ্দকাচুটিয়া থেকে জোয়াড়ি বাজার পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা রাস্তাটি সম্প্রতি বড়াল নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যার ফলে আশপাশের দশটি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তা দিয়েই শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করে এবং স্থানীয় কৃষকরা তাদের উদপাদিত সব্জি ও ফসল নিয়ে হাট বাজারে যায়। তাই দ্রæত জনবহুল এই রাস্তাটি সংস্কারসহ পাকা করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তারা।

জোয়াড়ি ইউপি চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ জানান, বেহাল এই রাস্তাটি সংস্কার করা জরুরী। অন্যথায় খুব শীঘ্রই এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা ভেঙ্গে পড়বে।

(এডিকে/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test