E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

২০২১ সেপ্টেম্বর ২১ ১৭:৫০:৩৯
কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে একজন নিহত ও আহত হয়েছেন ১৫ জন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোরে কালিহাতি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনার পর চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে। নিহত ছায়েদ আলী খান (৬০) নওগাঁ জেলার পোরশা উপজেলার কোচপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

নিহতের ভাতিজা ও বাস যাত্রী আমিনুল ইসলাম বলেন, চাচাসহ আমরা তিনজন ঢাকা যাওয়ার জন্য রাতে নওগাঁ থেকে রওনা হয়েছিলাম। বাসটি বঙ্গবন্ধু যমুনা সেতু পাড় হয়ে মহাসড়ক দিয়ে না গিয়ে ভুঞাপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গাড়ি সঠিকভাবে চালাতে চালককে বারবার সতর্ক করা হয়েছিল। পরে বাসটি সড়কের বাক ঘুরতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতের মরদেহ কালিহাতী থানা পুলিশ হেফাজতে আছে। লাশের পরিবারের পক্ষ থেকে এখনও কোন আবেদন করা হয়নি। আবেদন করা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test