E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীর শিশুদহ বিলে পোনা মাছ অবমুক্ত

২০২১ সেপ্টেম্বর ২১ ১৮:২৫:০৮
পলাশবাড়ীর শিশুদহ বিলে পোনা মাছ অবমুক্ত

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের অন্তর্গত শিশুদহ বিলে পোনা মাছ অবমুক্ত করা হয়। বিলটি ৩ বছরের জন্য হোসেনপুর মৎস্যজীবি সমবায় সমিতি ইজারা গ্রহণ করে। 

প্রতি বছরের ন্যায় এবছরও হোসেনপুর মৎস্যজীবি সমবায় সমিতির উদ্যোগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিশুদহ বিলে রুই, কাতল, মৃগেল, সরপুটি, বাটাসহ বিভিন্ন প্রজাতির ২৪০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা তাঁতীলীগ সভাপতি আক্তারুজ্জামান টিটু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২নং হোসেনপুর মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষে সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, সদস্য হেলাল, মাজেদ মিন্টু, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান বেলাল, উপজেলা তাঁতীলীগ সহ-সভাপতি তারা মিয়া, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন আলী, দপ্তর সম্পাদক সাদেকুল ইসলাম ডিউক, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলা ভূমি অফিস কর্তৃক ১৪২৬ হতে ১৪২৮ বাংলা সন পর্যন্ত শিশুদহ বিলটি ২নং হোসেনপুর মৎস্যজীবী সমবায় সমিতির নিকট প্রতিবছর ইজারা মূল্য, ভ্যাট ও আয়কর সহ মোট ৭৫ হাজার পরিশোধ সাপেক্ষে চুক্তিনামা সম্পাদন করার শর্ত রয়েছে।

(আর/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test