E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুড়িগ্রামে ৫১০ মন্দিরে দুর্গোৎসব 

করোনার প্রভাবে ব্যবসায় ধ্বস প্রতিমা কারিগরদের 

২০২১ সেপ্টেম্বর ২১ ১৮:৩০:২২
করোনার প্রভাবে ব্যবসায় ধ্বস প্রতিমা কারিগরদের 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আগামী সোমবার (১১ অক্টোবর) থেকে সারাদেশে শারদীয় বাঙালী হিন্দু সম্প্রদায়ের প্রানের উৎসব দূর্গোৎসব । আর এই প্রাণের উৎসবের বড় একটি অংশ জুড়ে রয়েছে এই সম্প্রদায়ের প্রতিমা শিল্পীরা, যাদের প্রতিমা কারিগর কিংবা মালাকরও বলা হয় । কুড়িগ্রামে শারদীয় দূর্গোৎসবকে ঘিরে এসব প্রতিমা শিল্পীদের ব্যস্ততা বাড়লেও প্রতিমার সঠিক দাম না পাওয়া আর করোনার প্রভাবে খুশি নন এই সম্প্রদায়ের কারিগররা।

কুড়িগ্রাম জেলা শহরের বেশ কয়েকটি পালপাড়া আর কুমারপাড়ায় গিয়ে দেখা যায়, এবারের দূর্গোৎসবকে ঘিরে প্রতিমা কারিগররা পার করছেন ব্যস্ত সময় । একেকজন কারিগর ৮-১২ টি করে প্রতিমার অর্ডার নিয়েছেন। যা বিগত বছরগুলোতে ছিলো ১৫-২২টি করে ছিল। জেলার বাইরে থেকে প্রতিমার অর্ডার পেলেও গত বছর থেকে করোনার প্রভাবে সেটিও বন্ধ হয়ে গেছে। তবে লাভ কম হলেও উৎসব কমিটির পছন্দের চাহিদা মত তারা প্রতিমা গড়ছেন নিজ হাতের ছোঁয়ায় । পাশাপাশি পুজোর মাটির সরঞ্জাম হাড়ি, কলস, ঘট, সরা, প্রদীপ, ধূপাতি ইত্যাদিও গড়ছেন কারিগররা।

জেলার কাঁঠালবাড়ি, দাশেরহাট, ঘোগাদহ, পালপাড়া, রাজারহাটের বৈদ্যের বাজারসহ বিভিন্ন এলাকায় তৈরী হচ্ছে এসব মাটির সরঞ্জাম ও দূর্গা প্রতিমা।

কাঁঠালবাড়ির প্রতিমা কারিগর শ্রী কালিকান্ত পাল বলেন, "গতবছর করোনার কারনে জেলার বাইরের পুজোর প্রতিমার তেমন অর্ডার নিতে পারি নি, এবছরো আশানুরুপ প্রতিমার অর্ডার বেশি পাইনি, যা পেয়েছি সেগুলো তৈরী করতে রাত-দিন কাজ করতে হচ্ছে আমাদের । "

একই এলাকার আরেক প্রতিমা কারিগর শ্রী সুশিল পাল বলেন, "প্রতিমার সরঞ্জামের দাম গতবছরের চেয়ে এবছর আরো বেড়েছে,সেই তুলনায় প্রতিমার দাম তেমন পাচ্ছি না আমরা।"

ঘোগাদহ ইউনিয়নের সোবনদহ এলাকায় প্রতিমা গড়ছেন মহিলা কারিগর কল্পনা রানী তিনি জানালেন, বিয়ে হয়েছে ২৫ বছর হলো, বিয়ের পর থেকে স্বামীর গৃহে এসে তিনিও এই কাজ করছেন। গত ২৫ বছরের মতো কখনো দূর্গা প্রতিমার অর্ডার কম পাননি, কিন্তু করোনার এই সময়ে প্রতিমার অর্ডার তেনারাও কম পেয়েছেন । এবছর প্রতিটি প্রতিমা ৮ হাজার থেকে শুরু করে ১৮ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ।

প্রতিমার লক্ষ্মী,সরস্বতী, কার্তিক, ময়ূর, পেঁচা সবকিছু তৈরী শেষ হয়েছে, তবে মুল প্রতিমা দেবী দূর্গার কাজ এখনো বাকি রয়েছে । এসব প্রতিমা গুলোতে এখনো মাটির প্রলেপ দেয়া হচ্ছে, রং তুলির আচর পরবে আগামী ৬ অক্টোবর মহালয়ার পর । কুড়িগ্রামের এবার ৫১০ টি পুজো মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দূর্গোৎসব। ৫ দিনের এই আয়োজন আগামী ১১ অক্টোবর সোমবার থেকে শুরু হবে ।

(পিএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test