E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানের হামলার শিকার ইউপি চেয়ারম্যান!

২০২১ সেপ্টেম্বর ২১ ১৮:৩২:৪৯
চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানের হামলার শিকার ইউপি চেয়ারম্যান!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে গুমানমর্দ্দন ইউনিয়নের মুজিবুর রহমান চেয়ারম্যানের হামলার শিকার হলেন ছিপাতলী ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আহাসান লাভু।

২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে হাটহাজারী উপজেলা চত্বরে হামলার এই ঘটনাটি ঘটেছে ছিপাতলী ইউপি চেয়ারম্যানের অভিযোগ।

তিনি বলেন, ‘আজকে উপজেলায় শুদ্ধাচার মিটিং ছিল। মিটিংয়ে সকল ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান আমার উপর চওড়া হয়ে হামলা করে, কিল- ঘুষি, চড়- থাপ্পড় মারেন।’

কেন এই ঘটনাটি হয়েছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, ‘ভাই বর্তমানে তাদের ক্ষমতা আছে, তারা পারবে। ক্ষমতার প্রভাব খাটিয়ে হামলা করেছে আর কি। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে অবগত করেছি।’

ঘটনার সত্যতা জানতে চাইলে গুমান মর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি অস্বীকার করে বলেন, ওই রকম কিছু আমাদের মধ্যে হয়নি। এমনিতে প্রকল্প নিয়ে কথা কাটাকাটি হয়েছে। ঈদগা স্কুল নিয়ে কথা হয়েছে। এর বাইরে আর কিছু না।

অপর এক স্থানীয় সূত্র বলছে, মাটি কাটার টাকা আত্মসাৎ, হালদায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও মা মাছ নিধন, মাদক ব্যবসাসহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে গুমানমর্দ্দন চেয়ারম্যানের বিরুদ্ধে।

এবিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, ‘দুই ইউপি চেয়ারম্যানের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল। গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান নিজের ভুল বুঝতে পেরে ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। আমরা এটা মিটমাট করে দিয়েছি।’

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাশেদুল আলম বলেন, ওদের মধ্যে বড় ধরনের কোন ঘটনা ঘটতে দেওয়া হয়নি। আমি ঘটনাটি শুনে দুজনকে আমার অফিসে এনে মিটমাট করে দিয়েছি। আশা করি তাদের মধ্যে আর কোন ধরনের ভুল বুঝাবুঝি হবে না।'

(জেজে/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test