E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আরিফ সারোয়ার বাতেনের নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি

২০২১ সেপ্টেম্বর ২১ ২০:১১:২১
আরিফ সারোয়ার বাতেনের নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি

মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরব পৌরসভার সহকারী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভায় পদায়ন হয়েছেন। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মোহাম্মদ ফারুক হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

জি.এম. আরিফ সারোয়ার বাতেন ১৯৯৬ সালে ভৈরব পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী পদে চাকুরীতে প্রথম যোগদান করেন। ২০০৫ সালে তিনি পদোন্নতি পেয়ে সহকারী প্রকৌশলী পদে সুনামগঞ্জ পৌরসভায় যোগদান করেন। পরবর্তীতে নরসিংদীর ঘোড়াশাল, হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় সহকারী প্রকৌশলী পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে ভৈরব পৌরসভায় সহকারী প্রকৌশলী পদে পুনরায় যোগদান করে সততা ও নিষ্ঠার সাথে অদ্য পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

জি.এম. আরিফ সারোয়ার বাতেন ১৯৭৩ সালে ২৮ মে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা এম.এ করিম ভৈরব বাজারের এক বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন ও মাতা জোসনা করিম একজন আদর্শ গৃহিনী। এম.এ করিম ও জোসনা করিম এর ৫ সন্তানের মধ্যে জি.এম. আরিফ সারোয়ার বাতেন জ্যৈষ্ঠ।

তিনি ভৈরব কেবি পাইলট মডেল হাই স্কুল থেকে এসএসসি, ভৈরব হাজী আসমত কলেজ থেকে এইচএসসি, কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (সিভিল) এবং ওয়েস্ট কোস্ট ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে সুনামের সাথে ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তি জীবনে তিনি রেখা সারোয়ার রনির সাথে ২০০১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ। তাদের দাম্পত্য জীবনে ৩ সন্তান রয়েছে।

(এম/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test