E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

২০২১ সেপ্টেম্বর ২২ ১৫:২১:০৪
লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় তানভীর আহমেদ তপু নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে পৌরসভার নিউ লোহাগড়া এলাকার স্কুল শিক্ষক শিকদার মহব্বত হোসেনের ছেলে এবং লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার বিকালে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র এসএসসি পরীক্ষার্থী তানভীর আহমেদ তপু (১৭) সহ তিন বন্ধু একটি মোটর সাইকেলে করে বাড়ি থেকে ঘুরতে বের হয়। তারা উপজেলার সিডি বাজার হয়ে চাচই প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে একটি ট্রাকলরী তাদেরকে পিছন থেকে এসে ধাক্কা দেয়।

এ সময় মোটর সাইকেল চালক রাফিউল ও পিছনে বসে থাকা দুই বন্ধু আল-আমিন, তপু মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়।

এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করে। সেখানে আহত তপুর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যার দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌছালে সেখানে তার মৃত্যু হয়। তপুর পিঠের ও পায়ের হাড় ভেঙ্গে যায় এবং পুরুষাঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। আহত অন্য দুই বন্ধু আল-আমিন ও রাফিউল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরে যায়।

এ দিকে তপুর মৃত্যুর সংবাদ শুনে বিদ্যালয়ের সহপাঠী বন্ধুরা ও শিক্ষকরা তার বাড়ীতে ছুটে আসে এবং সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।

লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, তপু মানবিক বিভাগের একজন মেধাবী ছাত্র, দশম শ্রেনীতে রোল নং ৪ ছিলো এবং তার এ বছর বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিলো।

(আরিএম/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test