E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনাতেও দেশের অর্থনীতি ভালো অবস্থানে : খাদ্যমন্ত্রী

২০২১ সেপ্টেম্বর ২২ ১৭:২২:২১
করোনাতেও দেশের অর্থনীতি ভালো অবস্থানে : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সুফল এখন সর্বত্র দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশকে আরো জোরদারকরণে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ল্যাপটপ বিতরণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। মহামারি করোনাতেও দেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়ে গেছে। এর মধ্য অন্যদেশকে ঋণ দেয়া আমাদের অর্থনৈতিক সামর্থের প্রমাণ বহন করছে। প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের শেখার সূচনা হয়েছে। শিশুরা যাতে ছোট থেকে তথ্য প্রযুক্তির সাথে পরিচিত এবং এবিষয়ে দক্ষ হয়ে উঠতে পারে সেটা নিশ্চিত করা সরকারের এই কর্মসূচির উদ্দেশ্য। তবে করোনা সংক্রমণ কমে যাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড আবারও গতি পেয়েছে। নওগাঁ জেলার উন্নয়নে ‘নওগাঁ জেলা উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। খুব দ্রুত এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে। এটা বাস্তবায়ন হলে জেলার দৃশ্যমান পরিবর্তন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে উন্নয়নের রোল মডেল এই বাংলাদেশ।

বুধবার নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নিজেদের অগ্রগতির স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা ‘এসডিজি প্রগ্রেস এ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশ। দেশের দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানো হয়েছে। বয়স্কভাতা, বিধবাভাতা এবং প্রতিবন্ধীভাতাসহ সব ধরনের ভাতা ভোগীদের আর্থিক সহায়তার পরিমানও বৃদ্ধি করা হয়েছে। অসহায় দরিদ্র কেউ এ সুরক্ষার বাইরে থাকবে না।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ বক্তব্য রাখেন।

এসময় ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলামসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে খাদ্যমন্ত্রী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ের সামনে করোনাকালে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, উপজেলা পরিষদ ল্যাবরেটরি বিদ্যালয়ের শিক্ষা ভবন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বিতল বাসভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

একই স্থানে তিনি তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ এর আওতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ, কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ বিতরণ এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ত্রাণের ঢেউটিন, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতা বিতরণ করেন। পরে তিনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা ও আশ্রয়ন-২ বাস্তবায়ন সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির সভায় যোগদেন।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test