E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রকাশিত সংবাদের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন 

২০২১ সেপ্টেম্বর ২২ ১৯:০৮:২০
প্রকাশিত সংবাদের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন 

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে পৌর স্টেডিয়ামের সভা কক্ষে পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক তানবীর আলম টিটু বলেন, জেলা ক্রীড়া সংস্থার একটি ‘বার্ষিক সাধারণ সভা' গুরুত্বপূর্ণ সভা। জেলা ক্রীড়া সংস্থার মত একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান সাধারণ সভার ব্যানার টানিয়ে ছবি তুলে তা প্রচার করেছে এ ধরনের অসত্য বক্তব্যের তীব্র নিন্দা জানাই। জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভাই হয়নি, এটিও পুরোটাই মিথ্যাচার । জেলা ক্রীড়া সংস্থার রেজুলেশন সভা শেষে অনধিক ২ দিনের মধ্যে তা লিখিত আকারে লিপিবন্ধ করা হয়। এর পর তা সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা যাচাই-বাছাই করার পর সভার যিনি সভাপতি তাঁর স্বাক্ষরের জন্য নোটসহ ফাইল প্রেরণ করা হয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে। পত্রিকায় বলা হয়েছে রেজুলেশন তৈরী করে বেশ কয়েক মাস পর তাতে উপস্থিতির স্বাক্ষর নেওয়া হয়েছে এ ধরনের তথ্যও মিথ্যার সামিল। জেলা ক্রীড়া সংস্থায় যারা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন তারা সবাই সচেতন এবং দায়িত্বপালনে তারা সকলেই সজাগ ও সচেতন। তারা সভায় উপস্থিত না থেকে রেজুলেশনে স্বাক্ষর করেছেন, তা প্রকারন্তরে তাঁর মর্যাদা ও দায়িত্বকে অপমানিত করা হয়েছে বলে মনে করি। জেলা প্রশাসক পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থারও সভাপতি। তাঁর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। তিনি উপস্থিত থাকলেও স্বাক্ষর নেই বলা হয়েছে, এটাকে আমরা অজ্ঞতার সামিল বলবো। কারণ জেলা প্রশাসক জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। তিনি সভাপতিত্ব না করেই জেলা ক্রীড়া সংস্থার রেজুলেশন বিলম্বে লিখে তাতে সভার সভাপতি হিসেবে স্বাক্ষর দিয়ে দিবেন, এটাও তাঁর পদমর্যাদাকে ক্ষুন্ন করা হয়েছে বলে জেলা ক্রীড়া সংস্থা মনে করে। জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতিকে এভাবে খাটো করার অপপ্রয়াসের তীব্র নিন্দা জানাই।

এছাড়া তিনি আরো জানান, জেলা ক্রীড়া সংস্থার জায়গার মালিক দলিল মূলে জেলা ক্রীড়া সংস্থাই। এর সার্বিক উন্নয়ণে বাস্তবতার নিরিখে আলাপ আলোচনা এবং সরকারের অর্থ প্রাপ্তি সাপেক্ষে পরিকল্পনা নেওয়া হয়। এটি একটি চলমান পক্রিয়া বিদ্যমান ওসমানী পৌর স্টেডিয়ামটি সংস্কার প্রশ্নে ক্রীড়া সংস্থা সব সময়ই সজাগ। হেবা দলিল বা দানপত্রে জমি দাতা নারায়ণগঞ্জ পৌরসভার নাম প্যাভিলিয়ন ব্লকে নামফলক স্থাপনের শর্ত ছিল-এ বক্তব্য কখনই জেলা ক্রীড়া সংস্থা অস্বীকার করেনি। বরং বিদ্যমান পুরোনো স্টেডিয়াম সংস্কার কাজের জন্য পুরোনো এবং জরাজীর্ণ বিল্ডিংটি ভেঙ্গে ফেলতে হয়েছে। নতুন করে প্যাভিলিয়ন বিল্ডিং নির্মাণের পর জেলা ক্রীড়া সংস্থা সেখানে যথাযথভাবে জমি দানের শর্তাবলী অবশ্যই পূরণ করবে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ সভাপতি কুতুবউদ্দিন আকসির, খবিরউদ্দিন আহমেদ, ফারুক বিন ইউসুফ পাপ্পু, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির সহ জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তারা।

(এস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test