E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১১

২০২১ সেপ্টেম্বর ২৪ ১৭:১৮:০০
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১১

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৬ জন পুরুষ, চার জন নারী ও একজন শিশু বয়েছে। শুক্রবার মহেশপুর উপজেলার মুন্ডুমালা গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান শুক্রবার গনমাধ্যমে প্রেরিত এক ই-মেইল বার্তায় আটকের এসব তথ্য নিশ্চিত করেন।

ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, মহেশপুরের মুন্ডুমালা গ্রামের একটি ইটভাটার এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে শ্রী রমেশ মন্ডল (২৮), শ্রী রমেশ মন্ডলের স্ত্রী মিতালী বিশ্বাস (২০), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার একরামপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ মোজ্জামেল হোসেন (৩২), নড়াইল জেলার কালিয়া উপজেলার পারবুমভাগ গ্রামের মুনজিল শেখের মেয়ে মোছাঃ পারভীন শেখ (৩০), ঢাকা জেলার লালবাগ থানার কামরাংঙ্গিরচর গ্রামের মোঃ বাবুলের স্ত্রী মোছাঃ রুমা খাতুন (৩০), চট্টগ্রাম জেলার বুচপুর উপজেলার জলন্তী গ্রামের মোঃ শরাফত আলী’র ছেলে মোঃ শাহ আলম (২৫), সাতক্ষীরা জেলার সদর উপজেলার ফিংড়ী গ্রামের মৃত গোপাল রায় চৌধুরী’র ছেলে শ্রী মিন্টু রায় চৌধুরী (৩২) একই জেলার আশাশুনি উপজেলার ঝাটিকাটা গ্রামের ভৈরব চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার (২৭), যশোর জেলার শার্শা উপজেলার বড়কলনি গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে মোঃ শুকুর আলী (৩০), মোঃ শুকুর আলী’র স্ত্রী মোছাঃ জান্নাতুল ফেরদৌস (২২) এবং ছেলে মোঃ জোনায়েদ হোসেন (০৫) কে আটক করনা হয়। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মামলা করা হয়েছে।

(একে/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test