E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগাতিপাড়ায় ১১টি ফলবান আম গাছ কর্তন

২০১৪ এপ্রিল ২৩ ১৮:০৭:০৭
বাগাতিপাড়ায় ১১টি ফলবান আম গাছ কর্তন

নাটোর প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জেরে নাটোরের বাগাতিপাড়ায় একটি আম বাগানের ১১টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জালালপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বাগাতিপাড়া উপজেলার জালালপুর গ্রামের মৃত চাঁন সরকারে ছেলে কাবিল উদ্দিন সরকারের সাথে প্রতিবেশী মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুস সাত্তারের এক বিঘা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কাবিল উদ্দিনের দখলে থাকা বিরোধপূর্ণ জমির একটি আম বাগানের ফলবান ১১টি আম গাছ মঙ্গলবার রাতে কে বা কারা কেটে ফেলে। তবে এই ঘটনার জন্য প্রতিবেশী আব্দুস সাত্তারকে দায়ী করেছেন কাবিল উদ্দিন ও তার স্বজনরা।

কাবিল উদ্দিন জানান, নানার কাছ থেকে মায়ের পাওয়া জমিটি গত ২৬ বছর ধরে তিনি ভোগ দখল করে আসছেন। ভোগ দখলে থাকা জমিতে গত ১৮ বছর আগে আম বাগান করা হয়েছে। অথচ প্রতিবেশী আব্দুস সাত্তার ওই জমিটি ক্রয়সুত্রে মালিক বলে দাবি করেন। এ নিয়ে গত এক বছর ধরে আদালতে মামলা মোকর্দ্দমা চলছে। আব্দুস সাত্তার বেআইনী ভাবে এই জমির মালিকানা দাবি করছেন। গাছ কাটার জন্য আব্দুস সাত্তারই দায়ী বলে তিনি জানান। এর আগেও ২০১৩ সালে গাছের ডাল কাটা নিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে আব্দুস সাত্তার এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে জানান, জমিটি তিনি জনৈক মমতাজ উদ্দিনের কাছ থেকে কিনেছেন। ক্রয়সুত্রে তিনি ওই জমির মালিক।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান,ওই জমি নিয়ে আদালতে উভয়ের দায়ের করা মামলা বিচারাধীন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
(এমআর/এএস/এপ্রিল ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test