E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় 

২০২১ সেপ্টেম্বর ২৪ ২৩:৩২:০২
পাংশায় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় 

এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার মাগুড়াডাঙ্গী শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রম মন্দিরে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

পূজা উদযাপন পরিষদ পাংশা উপজেলা শাখার সভাপতি নির্মল কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাংশা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুব্রত কুমার দাস, শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রম মন্দিরের সভাপতি ভজগোবিন্দ দে, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিপক কুমার কুন্ডু প্রমুখ।

এছাড়াও উপজেলার প্রতিটি প্রতিটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক। প্রতিটি পূজামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

করোনা মহামারীর কারণে দুর্গাৎবস-২০২১ সরকারি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্দেশনা উদযাপনের নির্দেশনা সম্পর্কে তাদেরকে অবগত করা হয় এবং ইতি পূর্বের পূজাগুলোতে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙার ঘটনা ঘটেছে সেকারণে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা সরকারি নির্দশনা মেনে পূজা উদযাপনের আহবান জানান এবং সকল প্রকার বিশৃঙ্খলা রুখতে প্রস্তুত থাকবেন বলে জানান তিনি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, কিছু ফটকা ছেলেরা আছে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে পূজার মধ্যে হর্ণ বাজিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালায়। এগুলোসহ কোন প্রকার বিশৃঙ্খলা হতে দেব না।

(একে/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test