E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠি সদর উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনে অনিয়মের অভিযোগে বিএনপির প্রতিবাদ সভা

২০২১ সেপ্টেম্বর ২৫ ১৯:১৬:০৬
ঝালকাঠি সদর উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনে অনিয়মের অভিযোগে বিএনপির প্রতিবাদ সভা

এমদাদুল হক স্বপন, ঝালকাঠি : ঝালকাঠি জেলা বিএনপির বিরোধ ক্রমান্বয়ে প্রকাশ্যে চরম আকার ধারন করছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কর্তৃক সদর উপজেলা ও ১০ ইউনিয়নে নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কমিটি গঠন করায় প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। 

শনিবার আমতলা সড়কের বিএনপি কার্যালয়ে সকাল ১১ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক এলিন সরদার এতে সভাপতিত্ব করেন। সভায় সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন খন্দকার, নথুল্লাবাদ বিএনপির সাবেক সভাপতি শাহআলম মল্লিক, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল হক আজিম, নবগ্রাম বিএনপির সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বাবুল, বিনয়কাঠির সবেক সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ হোসেন, কেওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমএ মান্নান লাবু, কৃর্ত্তীপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক রুবলে খোন্দকার, শেখেরহাট ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি গাজী সাইদুর রহমান বাচ্চু সহ ১০টি ইউনিয়নের সাবেক কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বর্তমান সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনতন্ত্র বহির্ভুত ভাবে পরীক্ষিত নেতাকর্মীদের পাশ কাটিয়ে অযোগ্য লোক দিয়ে ইউনিয়ন কমিটি গঠন করে চলেছে। যা অসাংগঠনিক, অগঠনতান্ত্রিক এবং আত্মঘাতি সিদ্ধান্ত। দলীয় ত্যাগী নেতৃবৃন্দের সমন্বয়ে এ কমিটি গঠন করার দাবি জানানো হয়। একই সাথে গঠিত কমিটি বাতিলেরও দাবি জানায় বক্তারা। এতে ক্ষুদ্ধ হয়ে নেতাকর্মীরা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক মো. শাহ্আলম মল্লিক। সম্প্রতি ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের আমতলা সড়কে এবং প্রয়াত ইউসুফ আলী কমিশনার সড়কে পৃথক ভাবে কর্মসূচি পালন করে।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

১৭ অক্টোবর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test