E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁও জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজন, সম্পাদক সোহেল    

২০২১ সেপ্টেম্বর ২৬ ১৭:৩২:১২
ঠাকুরগাঁও জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজন, সম্পাদক সোহেল    

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২১ শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৮১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: সুজন আলী ও ২০৯২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: সোহেল রানা।

এর আগে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে ভোট গ্রহন শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়। পরবর্তী ভোট গণনা শেষে রাতে নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক সহ ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ সভাপতি (কার্যকরী) মো: সোহরাব হোসেন, সহ-সভাপতি মো: কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো: শাহিন কাদির (বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত), সহ-সাধারণ সম্পাদক মো: একরামুল হক (বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত), অর্থ সম্পাদক মো: আমির হোসেন বুলেট, সাংগঠনিক সম্পাদক মো: সাইদুর রহমান, দপ্তর সম্পাদক মো: হারুন রশিদ ভূইয়া, প্রচার সম্পাদক মো: আব্দুল কুদ্দুস, সড়ক সম্পাদক গোলাম মোস্তফা উজ্জল, সহ-সড়ক সম্পাদক হারুন মানিক পেল্টু, কার্য্যকরী সদস্য (১) বাবুল ইসলাম, কার্য্যকরী সদস্য (২) রুহুল আমিন, কার্য্যকরী সদস্য (৩) আবদুর রাজ্জাক, কার্য্যকরী সদস্য (৪) আব্দুল হাকিম ও কার্য্যকরী সদস্য (৫) মশিউর রহমান।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন- এ্যাডভোকেট মো: আ: রহিম (চেয়ারম্যান), এ্যাডভোকেট মো: ইমরান চৌধুরী (সদস্য), এ্যাডভোকেট মো: নাসিরুল ইসলাম (সদস্য), দেবাশীষ দত্ত সমরি (সদস্য), মো: মারুফ হোসেন (সদস্য)।

জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৭০৭৫ জন। ১৭টি পদের বিপরীতে ভোটে অংশ নেন ৩৭ জন প্রার্থী।তবে এর মধ্যে দুটি পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

এদিকে স্বচ্ছ ভোটের মাধ্যমে বিজয়ী কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলার অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

(এফআর/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test