E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশাশুনিতে ককটেল-রামদাসহ আটক আ. লীগ নেতা আলাউদ্দিন লাকী ১৩ ঘণ্টা পর মুক্ত

২০২১ সেপ্টেম্বর ২৬ ১৮:১৭:০১
আশাশুনিতে ককটেল-রামদাসহ আটক আ. লীগ নেতা আলাউদ্দিন লাকী ১৩ ঘণ্টা পর মুক্ত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুত রাখার অভিযোগে আটককৃত আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন সরদার লাকীকে আটকের ১৩ ঘণ্টা পর মুক্তি দিয়েছে র‌্যাপিড এ্যকশান ব্যাটালিয়ন র‌্যাব। শনিবার দিবাগত রাত দু'টোর দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

রবিবার বিকেল তিনটার দিকে সাবেক সাংসদ ডাঃ মোখলেছুর রহমান ও স্থানীয় জননেতা দীপঙ্কর বাছাড় দীপুর উপস্থিতিতে র‌্যাব- ৬ সাতক্ষীরা কার্যালয় থেকে তাকে মুক্তি দেওয়া হয়। গ্রেপ্তারকৃত আলাউদ্দিন সরদার ওরফে লাকীর বাবার নাম মৃত বাবর আলী সরদার।

পরিবারের সদস্যদের অভিযোগ, আগামি ইউপি নিবাচনকে ঘিরে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করানো হয়েছে লাকীকে।
খুলনা র‌্যাব-৬ এর স্কোয়াড্রণ লিডার মোঃ ইসতেহাক জানান, শ্রীউলা গ্রামের আলাউদ্দিন সরদার ওরফে লাকির বাড়িতে অস্ত্র ও গোলাবারুদ মজুত করা হয়েছে মর্মে গোপনে খবর পান তিনি। এরই ভিত্তিতে ওই বাড়ির পার্শ্ববর্তী তার হাঁসের খামারে অভিযান চালানো হয়। এ সময় আলাউদ্দিন লাকীর বাড়ির দরজায় ঝুলিয়ে রাখা একটি ব্যাগ থেকে জর্দ্দার কৌটায় জড়ানো দু’টি ককটেল সাদৃশ্য বস্তু ও চালের উপরে বস্তায় মোড়ানো কয়েকটি রাম দা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত লাকীর বিরুদ্ধে আশাশুনিসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনাটি নিয়ে সন্দেহ হওয়ায় বিকেল তিটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

তবে শ্রীউলা গ্রামের রেবেকা সুলতানা ময়না জানান, তার স্বামী সাবেক ইউনিয়ন যুবলীগ ও সৈনিকলীগের সভাপতি। বর্তমানে সে শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার স্বামী নৌকা প্রতীক নিয়ে শ্রীউলা ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য স্থানীয় সাংসদ ও সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হকের মাধ্যমে চেষ্টা করে আসছিলেন। এটা মেনে নিতে পারছিলেন না শ্রীউলা ইউপি’র বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা শাকিল। তার স্বামী যাহাতে আগামি নির্বাচনে প্রতিদ্বন্দিতা না করতে পারে সেই পরিস্থিতি তৈরি করার অংশ হিসেবে আবু হেনা শাকিল পরিকল্পিতভাবে তার স্বামীকে শনিবার দিবাগত রাত দু'টোর দিকে গ্রেপ্তার করিয়েছে। একটি উন্মুক্ত স্থানে বাড়ি থেকে ২০০ হাত দূরে হাঁস মুরগির খামারের বেড়ায় বাঁশের সঙ্গে একটি ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো তুষের ভিতর দু’টি লাল রং এর জর্দ্দার কৌটা ও খামারের চালে বস্তায় জড়ানো ছয়টি রাম দা উদ্ধার দেখানোর ঘটনাই প্রমান করে যে সেটি পরিকল্পিত কিনা? ২০১৪ সালে একইভাবে বাড়িতে অস্ত্র রেখে র‌্যাব লাকীকে আটক করতে চেয়েছিল। সেবারেও র‌্যাব তাদের বাড়ি থেকে অস্ত্র নিয়ে গেলেও তদন্ত করে ঘটনার সত্যতা না পাওয়ায় মামলা হয়নি।

একদিকে আলাউদ্দিন লাকীর মা হামিদা খাতুন তার ছেলে লাকীকে মিথ্যা মামলার হাত থেকে বাঁচানোর জন্য সাংসদ ডাঃ আ.ফ.ম রুহুল হকের হস্তক্ষেপ কামনা করেন। বিকেলে লাকীকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান হামিদা খাতুন।

জানতে চাইলে শ্রউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল আলাউদ্দিন লাকীকে গ্রেপ্তারের বিষয়ে জানেন না দাবি করে বলেন, তিনি তিন দিন ধরে খুলনায় তার বোনের বাড়ি থেকে গাজী মেডিকেলে পায়ের অপারেশনের জন্য চিকিৎসা নিচ্ছেন। আলাউদ্দিন লাকী আওয়ামী লীগ বা যুবলীগের কোন সদস্য নন দাবি করে তিনি বলেন, আগামি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী মহিষকুড়ের মনিরুল কবীরের জমি দখল করাকে কেন্দ্র করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করাকে কেন্দ্র করে লাকী আটক হতে পারে।

(আারকে/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test