E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্য অর্জনে জাতীয় জনসম্মিলন অনুষ্ঠিত

২০২১ সেপ্টেম্বর ২৭ ১৮:০৯:০৩
সাতক্ষীরায় স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্য অর্জনে জাতীয় জনসম্মিলন অনুষ্ঠিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্য অর্জনে ও স্বাস্থ্য সুরক্ষার অধিকার, দারিদ্র এবং অসমতা অবসানের দাবিতে জাতীয় জনসম্মিলন ২০২১’ বিষয়ক অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাবিদ আবদুল হামিদের সভাপতিত্বে এবং সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিম, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক ই এলাহী, জেএসডি নেতা সুধাংশু শেখর সরকার, জাসদের জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, শ্রমিক নেতা রবিউল ইসলাম, কাজী আক্তারুজ্জামান, উদীচীর জেলা কমিটির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, উন্নয়নকর্মী লুইস রানা গাইন, তরুণ অধিকারকর্মী তহিমনা ইসলাম, জেলা সুনাম কমিটির সদস্য আবদুল মান্নান, উমা হোড়,প্রমুখ।

জনসম্মিলনে বক্তারা এসডিজি বাস্তবায়নে বিগত দুই বছরাধিক কাল সময় ধরে চলমান মহামারী কোভিট-১৯ এর ক্ষয়ক্ষতি বিবেচনায় রেখে স্বাস্থ্যসেবা ব্যবস্থার অসমতা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি, প্রান্তিক মানুষের জীবনের সংকট নিরসন, বয়স্ক, প্রতিবন্ধী, আদিবাসী, জাতিগত সংখ্যালঘু, দলিত, জীবিকার জন্য পরিযায়ী অভিবাসী, নারী, হিজড়া সম্প্রদায় এবং শিশুরা মহামারিজনিত কারণে বিপন্ন হচ্ছে সেদিকে কার্যকর পদক্ষেণ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

জনসম্মিলন থেকে সবার জন্য স্বাস্থ্য সেবার অভিগম্যতা প্রাপ্তি ও সবার জন্য কোভিড -১৯ টিকা প্রাপ্তি কার্যিকর করাসহ চার দফা দাবি জানানো হয়।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test