E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রকাশিত খবরের প্রতিবাদ

২০২১ সেপ্টেম্বর ২৮ ১৫:৪৭:০১
প্রকাশিত খবরের প্রতিবাদ

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম,অনলাইন নিউজ পোর্টাল ও কিছু পত্রিকায় ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট নামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ সত্য নহে। সরকারি নির্দেশনা অমান্য করে কয়েকজন উশৃংখল শিক্ষার্থী গত ১২ সেপ্টেম্বর ছাত্রাবাসের তালা ভেঙে ছাত্রাবাসে প্রবেশ করে। আমরা তাদেরকে অনুরোধ করলেও তারা ছাত্রাবাস ত্যাগ করে না। পরবর্তীতে পুলিশ আসার খবর পেয়ে তারা ছাত্রাবাস থেকে পালিয়ে যায়। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনজন শিক্ষার্থীকে অন্য ইন্সটিটিউটে বদলী করা হয়। এর জের ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় আমাদের প্রতিষ্ঠানের নামে অপপ্রচার চালাচ্ছে একটা স্বার্থান্বেষী মহল। আমাদের প্রতিষ্ঠানে বহিরাগতদের প্রবেশের কোন সুযোগ নেই। মহামারী করেনা ভাইরাসের কারণে আমাদের প্রতিষ্ঠানে স্ব-শরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে। আমাদের প্রতিষ্ঠানে শহীদুল ইসলাম নামে কোন শিক্ষক নেই।আমি এই প্রতিষ্ঠানে যোগদান করার পর ছাত্রাবাস থেকে কোন শিক্ষার্থীর মালামাল চুরি হয়নি। আমাদের প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ঢাকা এর যৌথ নিয়ন্ত্রণে চলে। ওই সকল প্রকাশিত সংবাদে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

কৃষিবিদ বিনয় কুমার সাহা
অধ্যক্ষ
কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, ঝিনাইদহ।

(একে/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test