E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গোৎসব উপলক্ষে ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

২০২১ সেপ্টেম্বর ২৮ ১৭:১৮:৫০
দুর্গোৎসব উপলক্ষে ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ঈশ্বরদীতে উপজেলা প্রশাাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) পরিষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দূর্গাপূজার সার্বিক বিষয় নিয়ে ঈশ্বরদীর ৩০টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। বক্তব্য রাখেন পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, সাঁড়া ইউপি’র চেয়ারম্যান রানা সরদার, প্রেসকাব সভাপতি এবং মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সুনিল চক্রবর্তি, সাধারণ সম্পাদক গনেশ সরকার প্রমূখ।

সভায় পরিবার পরিকল্পনার ডা: আব্দুল বাতেন, উপজেলা কৃষি অফিসার মিতা সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলিপ কুমার সরাফ, ক্রীড়া সম্পাদক মিলন কর্মকারসহ মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test