E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে জখম, সাংবাদিক ইয়ারব গ্রেপ্তার

২০২১ সেপ্টেম্বর ২৮ ১৮:৪৯:৫৫
সাতক্ষীরায় টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে জখম, সাংবাদিক ইয়ারব গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ গণটিাকা কার্যক্রম চলাকালে এক স্বাস্থ্য কর্মীকে পিটিয়ে জখম করার অভিযোগে সমাজের আলো পোর্টাল অন লাইনের সাংবাদিক ইয়ারব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাকে তার নিজ বাড়ি সাতক্ষীরা সদরের ঝাউডাঙা ইউনিয়নের তুজুলপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম ইছহাক আলী মোড়ল।

সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙা গ্রামের গোলাম সানার ছেলে ঝাউডাঙা ইউনিয়ন স্বাস্থ্য সহকারি মনিরুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা কার্যক্রম উপলক্ষে ঝাউডাঙা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৫০০ ব্যক্তিকে টিকা দেওয়ার কার্যক্রম মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়। টিকা দেওয়ার জন্য প্রায় ৩০ জন স্বাস্থ্যকর্মী ও সেবক দায়িত্ব পালন করছিলেন। এক একটি এম্পুলে সিনোফার্মা কোম্পানীর পাঁচটি করে টিকা থাকে। সেকারণে স্বাস্থ্যবিধি মেনেই পাঁচজনকে একই সারিতে বসিয়ে টিকা দেওয়া হচ্ছিল। সকাল ১০টার দিকে টিকা কেন্দ্রে ঢুকে তুজুলপুর গ্রামের তাদের টিকাদান কেন্দ্রে ঢুকে একটি ভয়েল থেকে একজনকে টিকা না দিয়ে পাঁজনকে টিকা দেওয়া হচ্ছে কেন জানতে চান। একটি এম্পুলে পাঁচটি টিকা থাকে বলা হলে তিনি ক্ষুব্ধ হয়ে তাকেসহ স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় তাকে এলোপাতাড়ি কিল, চড় ও ঘুষি মেরে মেঝেতে ফেলে লাথি মারতে থাকে। ভাংচুর করা হয় আসবাবপত্র। একপর্যায়ে অন্য স্বাস্থ্য কর্মীরা তাকে রক্ষায় এগিয়ে এলে ইয়ারব আস্ফোলন করতে করতে চলে যায়।

ঝাউডাঙা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে টিকাদান কর্মসুচিতে দায়িত্বপালনকারি ঝাউডাঙার স্বাস্থ্য কর্মী বাবলা সরকার, পরিবার পরিকল্পনা সহকারি পলাশপোলের মনোরঞ্জন সরকার, সালেহা বেগম আরিফা খাতুন, শিরিন আক্তার, কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্টের ইউনুছ আলী, সহকারি স্বাস্থ্য পরিদর্শক আব্দুল কাদের খান, স্বেচ্ছাসেবক আবুল কালাম আজাদসহ কয়েকজন জানান, ইয়ারব হোসেন যেভাবে মনিরুজ্জামানকে মারপিট শেষে আসবাবপত্র ভাঙচুর করেছেন তা একজন সন্ত্রাসীর কাজ। প্রতিবাদে তারা টিকা প্রদান মনিরুজ্জামানকে মারপিট করার পর টিকাদান কার্যক্রম আধঘণ্টা বন্ধ রাখা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবর রহমান ঘটনাস্থলে এসে কাজে বাধা দেওয়া, মারপিট ও ভাঙচুরের ঘটনায় হামলাকারি ইয়ারবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় সাড়ে ১০টা থেকে টিাকদান কার্যক্রম আবারো শুরু হয়। ৮৩০ জন মহিলা ও ৬৭০ জন পুরুষকে তারা টিকা দিযেছেন।

ঝাউডাঙা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা প্রদানকালে উপস্থিত থাকা কয়েকজন ইউপি সদস্য ও গ্রাম পুলিশ জানান, দুপুর দেড়টার দিকে তাকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় ইয়ারব হোসেন বলেন যে, তিনি পাথরঘাটার আজাহারুল ইসলামের বাড়িতে পুলিশের উপস্থিতিতে নিজে ভাঙচুর চালিয়েছেন। তার নামে চাঁদাবাজির মামলা হলেও ২০১৮ সালের ১৫ আগষ্ট তুজুলপুর ক্লাবে তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক মহিদুল ইসলামের সঙ্গে বসে একসাথে ভুরি ভোঁজ করেছেন। বিষয়টি নিয়ে পত্রিকায় ছাপানোয় সাতক্ষীরার সেই সাংবাদিকের নামে মোস্তাফিজুর রহমানকে দিয়ে চাঁদাবাজির মামলা রেকর্ড করিয়ে নিজে মামলার সাক্ষী হয়েছেন।

প্রেসক্লাবের ভোটে হেরে যাওয়ায় বাংলাভিশনের সাংবাদিক আসাদুজ্জামানকে নিয়ে ফেইসবুকে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশ দীর্ঘ পাঁচ মাসেও টিকি স্পর্শ করতে পারেনি। তার বিরোধিতাকারিকে বারবার কারাবরণ করতে হয়েছে। জামিন না পেতেই জেলগেট থেকে আবারো ধরে নিয়ে জেলে ভরে দিয়েছেন। মনিরুজ্জামানকে পেটালে কে কি করবে ? জানে দুদক কর্মকর্তা হাওলাদার তাকে ছোট ভাই হিসেবে দেখে। বদলীকৃত জেলা প্রশাসক মোস্তফা কামাল সস্ত্রীক তার গাছের পাঠশালায় এসেছেন। এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। প্রাথমিকের গণ্ডি পার না হয়েও অন্যের এসএসসি সার্টিফিকেট ফটোকপি করে ডাঃ লিপিকা বিশ্বাসকে দিয়ে সত্যায়িত করে মানবজমিনের জেলা প্রতিনিধি হয়েছেন। নিজে নামে কৃষক হয়ে কৃষি বিভাগ থেকে পাওয়ার টিলার পেয়ে অন্যত্র লিজ দিয়েছেন। এক সময়কার হোটল কর্মী হয়েওে ৪০ লাখের ও বেশি টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন, ট্রাক কিনেছেন, জিরো থেকে চার কোটির ও বেশি টাকার মালিক হয়েছেন। শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার যে সাক্ষী তিনি আদালতে দিয়েছেন তা জেনে পুলিশ ও এলাকার সকলেই তার নামে এক ঘাটে পানি খায়।

তবে ইয়ারব হোসেন বলেন, টিকা প্রদান নিয়ে স্বাস্থ্য বিধি না মানায় মনিরুজ্জামানের সঙ্গে বচসা হয়েছে। মারপিট ও ভাঙচুরের ঘটনা ঠিক নয়।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, স্বাস্থ্য সহকারি মনিরুজ্জামানকে মারপিটের অভিযোগ পাওয়ার বিষয়টি সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবর রহমান তাকে জানালে তিনি বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেন। তবে তাকে আটকের বিষয় সম্পর্কে তার কিছু জানা নেই। তিনি আরও বলেন, একটি টীকা ৫ জনকে দেওয়ার নিয়ম রয়েছে। এটা কোন অব্যবস্থাপনা নয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বাবুল আক্তার জানান, ঝাউডাঙা অস্থায়ী টীকাকেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে টীকাদান কার্যক্রম চলছিল। এসময় সাংবাদিক ইয়ারব হোসেন সেখানে গিয়ে একই এম্পুলের টীকা ৫ জনের দেহে পুশ করার ঘটনায় আপত্তি করেন। এ নিয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তার ঝগড়া হয়। তিনি স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলামকে চড় থাপ্পড় মারেন এবং ভাংচুর করেন। এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মনিরুজ্জামান বাদি হয়ে ইয়ারব হোসেনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test