E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলা বন্দরে ক্লিংকার বোঝাই কার্গো জাহাজ ডুবি

২০১৪ সেপ্টেম্বর ১২ ১৪:৫৭:০৯
মংলা বন্দরে ক্লিংকার বোঝাই কার্গো জাহাজ ডুবি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলা বন্দর চ্যানেলের পশুর নদীর হাড়বাড়িয়া এলাকায় সিমেন্টের কাচামাল ক্লিংকার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বিদেশী জাহাজ থেকে পণ্য বোঝাই করে খুলনা যাবার পথে শুক্রবার সকালে জাহাজটির তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর চ্যানেলে এই কার্গো জাহাজ ডুবির ফলে শুত্রুবার সকাল ১০টার পর থেকে আন্তর্জাতিক সমুদ্র বন্দর মংলা’র জেটিতে জাহাজ আগমন-র্নিগমন বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে নিশ্চিত করেছেন, মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার কে এম আখতারুজ্জামান। বন্দর চ্যানেল স্বাভাবিক রাখতে নৌবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।

মংলা বন্দরের হারবার বিভাগ জানায়, বন্দর চ্যানেলের পশুর নদীর হাড়বাড়িয়ায় অবস্থানরত চীনের পতাকাবাহী এম,ভি তাই হাই হু জাহাজ থেকে ৬শ ৩০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি হাজেরা-১ সকাল ১০টার দিকে খুলনার রূপসা এলাকার সেভেন সার্কেল সিমেন্ট ফ্যাক্টরীর উদ্দেশ্যে যাবার পথে হাড়বাড়িয়া এলাকায় তলা ফেটে কার্গো জাহাজটি ডুবে যায়।
এ সময় জাহাজে থাকা ৮ জন নাবিক সাতরিয়ে কুলে উঠেতে সক্ষম হয়। এ দুর্ঘটনায় একজন ক্রু আহত হয়েছে বলে জানাগেছে। তার নাম তাৎক্ষনিক ভাবে তার নাম জানাতে পারেনি।

কার্গো জাহাজটি ফিটনেসবিহীন না কি অতিরিক্ত পন্য বোঝাইয়ের কারণে জাহাজের তলা ফেটে ডুবেছে তা এখনো জানা সম্ভব হয়নি। বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করতে তদন্ত কমিটি গঠন করবে বলে জানিয়ে। জাহাজটি বন্দরের মুল চ্যানেলে ডুবে যাওয়ায় ওই চ্যানেল দিয়ে সকল ধরণের নৌ চলাচল বন্ধ করে দিয়েছে মংলা বন্দর কতৃপক্ষ। ডুবন্ত জাহাজের স্থান মার্কিং করে বন্দরের জাহাজ চলাচলের ব্যবস্থা দ্রুত চালু করার জন্য বন্দর হারবার বিভাগ নৌবাহিনীর সাহায্য চেয়েছে। যাতে করে দ্রুত সময়ের মধ্যে মংলা বন্দরের জাহাজ চলাচল স্বাভাবিক হয়।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার কে এম আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ডুবে যাওয়া জাহাজটি মার্কিং করার জন্য দুপুর থেকে ওই এলাকায় নৌবাহিনীর ডুবুরীদের কাজ করার কথা রয়েছে।


(একে/এটিআর/সেপ্টেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test