E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সখীপুরে শিক্ষককে প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

২০২১ সেপ্টেম্বর ২৯ ১৮:৩৫:৪৩
সখীপুরে শিক্ষককে প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে প্রতিমাবংকী সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক ফজলুল হক সিকদার ও তার সন্তানকে প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সখীপুর-ঢাকা সড়কের প্রতিমাবংকী মাদ্রাসার সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালামের সভাপতিত্বে মানববন্ধনে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে অংশ নেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সহস্রাধিক এলাকাবাসী।

এ সময় বক্তব্য রাখেন, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ,সরকারি মুজিব কলেজের সাবেক অধ্যাপক আবদুল গফুর মিয়া,দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, প্রেস ক্লাব সভাপতি ইকবাল গফুর, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন বিএসসি, বেড়বাড়ী মাদরাসার সুপার কামরুজ্জামান, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট রাতে অজ্ঞাত এক মুঠোফোনের নম্বর থেকে প্রতিমাবংকী মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক ফজলুল হক সিকদারের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়া হলে তার একমাত্র সন্তান শাহরিয়া হক তুর্যকে অপহরণ ও হত্যার হুমকি দেয়। ৯ সেপ্টেম্বর রাতে ওই শিক্ষকের থাকার ঘরের সামনে দাহ্য পদার্থ ঢেলে দিয়ে যায়। এ ছাড়া ১১ সেপ্টেম্বর রাতে বাড়ির একটি ঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। এসব ঘটনায় ওই পরিবারের সদস্যরা আরও আতঙ্কিত হয়ে পড়েন। পরে গত ১৯ সেপ্টেম্বর শরীরের একপাশ অবশ হয়ে শিক্ষক ফজলুল হক হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। এ ঘটনায় পরদিন সখীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

শিক্ষক ফজলুল হকের ভাতিজা আবদুল্লাহ আল মামুন বলেন, গত বৃহস্পতিবারও হুমকির ফোন এসেছে। তাঁদের নাকি ২০জনের একটি দল রয়েছে, ওই দলের খরচের জন্যে টাকা প্রয়োজন বলে সন্ত্রাসীরা দাবি করে। কারা এবং কী কারণে আমাদের এ হুমকি দিচ্ছে তা জানি না। তাদের উদ্দেশ্য কী, কিছুই বুঝতে পারছি না।

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, অভিযোগটি তদন্ত করতে গিয়ে মোবাইলের কললিস্ট ধরে আমরা বেশ কয়েকজনকে জিজ্ঞাবাদ করেছি। কিন্তু ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই অধিকতর তদন্তের স্বার্থে অভিযোগটি ডিবিতে হস্তান্তর করা হবে। সে অনুযায়ী প্রক্রিয়া চলছে।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test