E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে ভাতার আওতায় এলেন আরও ১৬১ বিধবা ও স্বামী পরিত্যক্ত নারী 

২০২১ সেপ্টেম্বর ২৯ ১৯:০৭:২৮
ঠাকুরগাঁওয়ে ভাতার আওতায় এলেন আরও ১৬১ বিধবা ও স্বামী পরিত্যক্ত নারী 

ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ভাতা’র আওতায় এলো আরও ১৬১ বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় জনপ্রতিনিধিরা বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতাসহ বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।

সভায় মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো: সোহাগ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এখন সবকিছু অনলাইনে করা সম্ভব হচ্ছে।তাঁর কারণে বাংলাদেশ আজ ক্ষুধা ও দারিদ্র মুক্তির পথে।তাঁর আকাঙ্খা ২০৪০ সাল নাগাদ এদেশকে মধ্যম আয়ের দেশে পারিণত করা।

তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক মোহাম্মদপুর ইউনিয়নে অনলাইনে আবেদনকৃত ২৫০ জন নারীর আবেদন যাচাই-বাছাই শেষে ১৬১ জনকে বিধবা ও স্বামী পরিত্যক্ত হিসেবে চুড়ান্ত করা হয়। বাকিদেরও পর্যায়ক্রমে সরকারি সেবার আওতায় আনা হবে।তিনি জানান, মোহাম্মদপুর ইউনিয়নের পূর্বের ৪১০জন ও নতুন ১৬১ জন সহ এ ভাতার আওতায় এলো ৫৭১ জন।

এসময় মোহাম্মদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি, সৈয়দ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যন মোঃ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান,সাংগঠনিক জাকির আলম সহ স্থানীয় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এফআর/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test