E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেলদুয়ারে ইউনিয়ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অগ্রগতি ও পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত

২০২১ সেপ্টেম্বর ৩০ ১৮:৫৯:১১
দেলদুয়ারে ইউনিয়ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অগ্রগতি ও পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ার পাথরাইল ইউনিয়ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অগ্রগতি ও পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আটিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর আর্থিক ও কারিগরী সহায়তায় পরিচালিত, ডেমক্রেসিওয়াচ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হাসান,বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবক বাবু রাম প্রসাদ সরকার ও বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম বাদল। পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফুজ্জামান লিটনের সভাপত্বিতে উপস্থিত ছিলেন ডেমক্রেসিওয়াচের মনিটরিং অফিসার মোঃ জিয়া হায়দার, প্রজেক্ট অফিসার মোঃ ইকবাল ফিরোজ প্রতীক, আব্দুল মন্নাফ।

অনুষ্ঠানের পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন বিভিন্ন জবাবদিহিতা মূলক প্রশ্নের উত্তর প্রদান করেন। ইতিপূর্বে তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন অগ্রগতি, প্রতিবন্ধকতা, জনসম্পৃক্ততা ও কাজের প্রক্রিয়া সম্পর্কে সভায় মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার - নারীর অংশগ্রহন ও নারী উন্নয়ন সম্পর্কিত পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া তিনি ইউনিয়নের বিভিন্ন প্রয়োজনে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে আবেদন জানাবেন বলে উল্লেখ করেন। তিনি এ জাতীয় সভা অন্যান্য ইউনিয়নেও আয়োজনের জন্য ডেমক্রেসিওয়াচকে পরামর্শ প্রদান করেন। উক্ত সভায় নাগরিক সহায়তা দলের সদস্যগন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test