E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্রাই উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কের বেহাল দশা! 

২০২১ অক্টোবর ০১ ১৬:২০:৩৪
আত্রাই উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কের বেহাল দশা! 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ সংলগ্ন জনগুরুত্বপূর্ন প্রধান সড়কটির এখন বেহাল দশা। সড়ক তো নয়, যেন ছোট একটি জলাশয়। সামান্য বৃষ্টি হলেই পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতার। ফলে পথচারী ও যানবাহন চালকদের পোহাতে হয় চরম দুর্ভোগ। এছাড়া ময়লা-আবর্জনার দুর্গন্ধ তো আছেই। 

খোঁজ নিয়ে জানা গেছে, আত্রাই-সিংড়া পাকা সড়কের সাহেবগঞ্জ নামক স্থানে পানি নিস্কাশনের প্রয়োজনীয় কোন ব্যবস্থা না থাকায় সড়কের এই অংশটি কাদা-পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই বৃষ্টির পানি ও বাসা বাড়ির ড্রেনের পানিতে একাকার হয়ে যায় এ স্থানটি। অল্পতেই পানি দুর্গন্ধ হয়ে যায়। ফলে পথচারী ও যানবাহন চালকরা দীর্ঘদিন থেকে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

বিশেষ করে নারী ও শিশু পথচারীরা পড়েন চরম বিপাকে। আত্রাই-সিংড়া সড়ক একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। আত্রাই থেকে সিংড়া হয়ে বগুড়া ও নাটোরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের জন্য এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত সিএনজি, ভটভটি, অটোরিক্সা, ছোট বড় অনেক কার্গো, মোটরবাইক, চার্জারসহ বিভিন্ন প্রকারের শত শত যানবাহন চলাচল করে।

এ ছাড়াও উপজেলার পাঁচুপুর ও বিশা ইউনিয়নের সড়ক সংলগ্ন প্রায় অর্ধশত গ্রামের লোকজনের যোগাযোগের একমাত্র নির্ভর এ সড়কটি।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রাং বলেন, এখানে যাতে পানি জমে না থাকে এর জন্য সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে। এটি বাস্তবায়ন হলে আর দুর্ভোগ থাকবে না।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সাহেবগঞ্জ মরহুম গোলামের বাড়ি থেকে পাথাইলঝাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হয়ে নদী পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা করলে এলাকাবাসীর এ দুর্ভোগ লাঘব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।

(বিএস/এসপি/অক্টোবর ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test