E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমি উদ্ধারের নামে সিনিয়র সিটিজেনকে বেঁধে সাদা স্ট্যাম্পে সাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ

২০২১ অক্টোবর ০১ ১৭:২৭:৪৯
জমি উদ্ধারের নামে সিনিয়র সিটিজেনকে বেঁধে সাদা স্ট্যাম্পে সাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : হিন্দু সম্প্রদায়ের এক সিনিয়র সিটিজেনের জমি উদ্ধার করে দেওয়ার নাম করে তাকে বাড়িতে ডেকে এনে পিঠ মোড়া করে বেঁধে রেখে জোরপূর্বক অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে সাক্ষর করে নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ি গ্রামের আব্দুল আজিজ খোকন ও তার দু’ ছেলে আবুল কালাম গাজী ও মোহাম্মদ আলী গাজীর বিরুদ্ধে। গত ৩ আগষ্ট এ ঘটনা ঘটলেও সম্প্রতি ওই স্ট্যাম্প ব্যবহার করে আব্দুল আজিজ কোকন ও তার ছেলেরা বিভিন্ন স্থানে জমি দাবি করলে বিষয়টি প্রকাশ পাওয়ায় মহেন্দ্র নাথ সরদার শ্যামনগর থানাসহ বিভিন্ন দপ্তরে অভিয্গো করেছেন।

হুরিনাগাড়ি গ্রামের মহেন্দ্রনাথ সরদার ও তার স্ত্রী সীতা বালা সরদার জানান, ১৯৯৩ সালের ৪ জুলাই শ্যামনগর সাব রেজিষ্ট্রি অফিস থেকে ১০৬৫/৮৮-৮৯ নং মামলা মোতাবেক ৩৩২৯ নং রেজিষ্ট্রি দলিল মূলে ৯০ শতক জমির চিরস্থায়ী বসে বন্দোবস্ত পান তারা। ওই জমি তারা শান্তিপূর্ণ ভোগ দখলে থাকাকালিন একই গ্রামের পুটে সরদারের ছেলে জালাল উদ্দিন সরদার গায়ের জোরে ৩৮ শতক জমি দখল করে নেয়। জালালউদ্দিন সরদারের কাছ থেকে ওই জমি উদ্ধার করে দেওয়ার কথা বলে আব্দুল আজিজ কোকন ও তার দু’ ছেলে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে।

একপর্যায়ে গত ৩ আগষ্ট বিকেলে তাদেরকে বাড়িতে ডেকে একটি ১০০ টাকার ও একটি ৫০ টাকার নন জুডিশিয়াল স্টাম্পে সাক্ষর করতে বলে আব্দুল আজিজ খোকন ও তার ছেলেরা। রাজী না হওয়ায় মহেন্দ্র সরদারকে বেঁধে রেখে তার কাছ থেকে জোরপূর্বক সাক্ষর করিয়ে নেওয়া হয়। বিষয়টি নিয়ে জানাজানি করলে জীবননাশের হুমকি দেওয়া হয়। সম্প্রতি আব্দুল আজিজ খোকন ওই স্ট্যাম্প মূলে জমি তাদের কাছ থেকে কিনেছেন দাবি করে বিভিন্ন লোকজনের কাছে দেখায়। বাধ্য হয়ে প্রতিকার চেয়ে তিনি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

তবে এ ব্যাপারে আব্দুল আজিজ খোকন বলেন মহেন্দ্রনাথ সরতার টাকা নিয়ে ওই জমি তাকে লিখে দিয়েছেন।

(আরকে/এসপি/অক্টোবর ০১, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test