E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

টাঙ্গাইলের তিনটি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ ১১ নভেম্বর 

২০২১ অক্টোবর ০১ ২৩:১৩:২৮
টাঙ্গাইলের তিনটি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ ১১ নভেম্বর 

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর টাঙ্গাইলের তিনটি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ৮৬তম কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।

এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।

এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনারকে এম নুরুল হুদা সভাপতিত্বে ইসির কমিশন সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে টাঙ্গাইল জেলার ধনবাড়ী, সখীপুর ও দেলদুয়ার উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ধনবাড়ীর ৭টি, সখীপুরের ৬টি ও দেলদুয়ার উপজেলার ৮টি ইউপিতে ভোটগ্রহণ করা হবে।

ধনবাড়ীর সাতটি ইউনিয়ন হলো- যদুনাথপুর, ধোপাখালী, পাইস্কা, বানিয়াজান, বলিভদ্র, মুশুদ্দি ও বীরতারা।সখীপুরের ছয়টি ইউনিয়ন হলো- হাতীবান্ধা, বহেরাতৈল, কালিয়া, কাকড়াজান, যাদবপুর ও বহুরিয়া।আর দেলদুয়ার উপজেলা আটটি ইউনিয়ন হলো- দেলদুয়ার, পাথরাইল, আটিয়া, দেউলী, এলাসিন, লাউহাটি, ফাজিলহাটি ও ডুবাইল।

(এসএম/এসপি/অক্টোবর ০১, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test