E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিদ্ধান্তহীনতায় বিএনপি, প্রার্থী সংকটে জাপা

বরিশালে নৌকা পেতে পাঁচ ইউনিয়নে ৬৮ নেতার আবেদন

২০২১ অক্টোবর ০৩ ১৬:৫০:০৩
বরিশালে নৌকা পেতে পাঁচ ইউনিয়নে ৬৮ নেতার আবেদন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে জেলার আগৈলঝাড়া উপজেলার পাঁচ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন।

উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে ইতোমধ্যে চারজন নারী নেত্রীসহ ৬৮ জন নেতা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাদের আবেদন জমা দিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনায়ন পেতে আবেদন করেছেন ৬৮ জন। এরমধ্যে রাজিহার ইউনিয়নে ১৩ জন, বাকাল ইউনিয়নে ১২জন, বাগধা ইউনিয়নে ১১জন, গৈলা ইউনিয়নে ২০ জন ও রত্নপুর ইউনিয়নে ১২ জন।

সূত্রমতে, ১নং রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা পেতে দলের কাছে আবেদন করেছেন বর্তমান চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বসু, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, আওয়ামী লীগ নেতা হরেকৃষ্ণ হালদার, মুরাদ সিকদার, মতিউর রহমান, জগদীশ ভক্ত, মান্নান ভুঁইয়া, আরিফ কাজী, সাইদুর রহমান সৈয়দ, দিলরুবা পরী, কাজী ইদ্রিস ও আকন মোঃ এনামুল হক।

২নং বাকাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিপুল দাস, আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলাম পাইক, ফিরোজ সিকদার, রমেশ চন্দ্র অধিকারী, অনিমেষ মন্ডল, মামুন রাসেল, বিমল বাড়ৈ, হাফিজা ইয়াসমিন, সূচিত্রা বালা, পংকজ মিত্র, দেবরাজ বাড়ৈ ও আজিজুল মোল্লা টুটুল।

৩নং বাগধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার বাদশা, ইউনুস আলী মিয়া, বজলুর রহমান মন্টু, মোশারফ হোসেন ছবি, বজলুল হক মন্টু, এআর ফারুক বক্তিয়ার, মিঠুন বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, কামাল বক্তিয়ার ও এসএম আজাদ।

৪নং গৈলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, শফিকুল ইসলাম সকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত, তরিকুল ইসলাম চাঁন, রমনী কান্ত সরকার, আনিস সেরনিয়াবাত, ছরোয়ার দাড়িয়া, আব্দুল্লাহ লিটন, মিন্টু সেরনিয়াবাত, বরুণ কুমার বাড়ৈ, সবুজ আকন, শরীফ ইলিয়াস, উত্তম সিমলাই, রমিজ মল্লিক, সাব্বির উদ্দিন সেরনিয়াবাত, আশ্রাব আলী সরদার ও আতিকুর রহমান কাজল।

৫নং রত্নপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, সাবেক চেয়ারম্যান হোসনে আরা বেগম পেয়ারা, আওয়ামী লীগ নেতা শাহীন আলম টেনু, রেমন ভূইয়া, আবুল কাশেম সরদার, কাজী রিয়াজ, হুমায়ুন কবির কিবরিয়া, সরদার সিরাজুল ইসলাম, লিটন মাহমুদ, আল হাদী, শহিদুল ইসলাম খোকন, আব্দুর রহিম শরীফ।

সূত্রমতে, উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে ৬৮জন নেতা তাদের দলীয় কর্মকান্ড উল্লেখকরে জীবন বৃত্তান্তসহ দলের কাছে আবেদন জমা দিয়েছেন। স্থানীয় একাধিক নেতৃবৃন্দরা বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠাবেন।

অপরদিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম জানান, তারা (বিএনপি) দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। দল থেকে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আসলে সে মোতাবেক কাজ করা হবে। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার হারুন রানা জানান, জাতীয় পার্টি প্রতিটি ইউনিয়নে একজন করে চেয়ারম্যান প্রার্থী দিবেন। সে লক্ষ্যে পাঁচ ইউনিয়নে প্রার্থীদের খোঁজ করা হচ্ছে।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২০ অক্টোবর। ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের পর ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ করা হবে ১১ নভেম্বর।

(টিবি/এসপি/অক্টোবর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test