E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের পাঁয়তারার অভিযোগ

২০২১ অক্টোবর ০৪ ১৫:০৬:০৯
টাঙ্গাইলে ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের পাঁয়তারার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সদর উপজেলার বড়বাশালিয়ায় ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের পায়তারার অভিযোগ ওঠেছে। অভিযুক্তরা হলেন- ওই এলাকার হারুন অর রশিদের ছেলে আলীম আল রাজী, মৃত বাকছেদ আলীর ছেলে হবিবর রহমান, হবিবর রহমানের ছেলে এনামুল ইসলাম ও আব্দুল হাই, মৃত আব্দুল গনি মুইছার ছেলে সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, ফয়জুল ইসলাম ও আবেদ আলী। 

সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার বড়বাশালিয়া গ্রামের মৃত শিরাজ আলী ছেলে লাল মাহমুদ ও বারেক মিয়া প্রায় ৩০ বছর আগে একই গ্রামের মৃত হযরত আলীর আলী মো: হারুন অর রশিদ এর নিকট থেকে ৫২.৫ শতাংশ রেজিষ্ট্রি দলিলমূলে এবং আয়েন উদ্দিনের ছেলে ইন্নছ আলী ওরফে পাঞ্জু শেকের নিকট থেকে ৩১ শতাংশ ভূমি এওয়াজ দলিল মূলে ক্রয় করেন। যার বিএস ১৬৬৫, ১৬৬৬, ১৬৬৭ নং দাগের ১৩৪৪, ৫০৮, ১৬৫০ নং খতিয়ান এবং এসএস ১৩৮৭ নং দাগের ৪৫৯ খতিয়ান। ক্রয় করার পর থেকে দীর্ঘ ৩০ বছর যাবত তারা ওই জমি ভোগ দখল করে আসছেন। সম্প্রতি একটি প্রভাবশালী মহল ওই জমির ওয়ারিশান দাবী করে জবর দখলের হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় লাল মাহমুদের ছেলে আলী আকবর একটি সাধারণ ডায়েরী করেছেন।

এ বিষয়ে জমির মালিক লাল মাহমুদ বলেন, আমি তাদের কাছ থেকে জায়গা ক্রয় করে ৩০ বছর যাবত ভোগ দখল করে আসছি। ভূমির খাজনা, খারিজও আমাদের নামে। বিএস রেকর্ডও আমাদের নামে বিদ্যমান। তাদের সাথে ওয়ারিশের সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় আমার ক্রয়কৃত সম্পত্তিতে জবর দখলের পায়তারা করছে ও বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ বিষয়ে আমার ছেলে টাঙ্গাইল মডেল থানায় সাধারণ ডায়েরীও করেছে।

অভিযুক্ত এনামুল ও আবেদ আলী বলেন, এ ঘটনায় এলাকায় শালিস হয়েছে। শালিসী সিদ্ধান্তের পর আমরা কোন হুমকি দেইনি।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম জানান, বিষয়টি আমার জানানেই।

(আরকেপি/এসপি/অক্টোবর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test