E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মর্তলোকে আসছেন দেবী দুর্গা

২০২১ অক্টোবর ০৪ ১৭:৪৩:৩১
মর্তলোকে আসছেন দেবী দুর্গা

নওগাঁ প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবরচরয় বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজো। দেবী দূর্গার আগমনী বার্তায় হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে শুরু হয়েছে উৎসবের আমেজ। আর ক’দিন পরেই দেবী দূর্গা মর্তলোকে আসছেন। তাইতো বেশ ব্যস্ত সময় পার করছেন, প্রতিমা তৈরীর কারিগররা। দিন-রাত পরিশ্রম করে নিপুন হাতের ছোঁয়ায় তৈরী করছেন প্রতিমা।

এবার নওগাঁ জেলায় ৮১৯টি মন্ডপে দূর্গা পুজোর প্রস্তুতি চলছে। এরমধ্যে নওগাঁ সদরে পৌর এলাকাসহ ১১৭টি, মহাদেবপুর উপজেলায় ১৫৮টি, মান্দা উপজেলায় ১২৫টি, বদলগাছী উপজেলায় ১০৬টি, পতœীতলা উপজেরায় ৮১টি, নিয়ামতপুর উপজেলায় ৬৩টি, রানীনগর উপজেলায় ৫১টি, আত্রাই উপজেলায় ৪৯টি, ধামইরহাট উপজেলায় ৩৩টি, পোরশা উপজেলায় ১৮টি এবং সাপাহার উপজেলায় ১৭টি মন্ডপ স্থাপন করা হয়েছে। প্রতিমা তৈরীর পাশাপাশি মন্ডপ সাজানোর ব্যস্ত হয়ে পড়েছেন আয়োজকরা।

জেলার বেশকটি পুজোমন্ডপ ঘুরে দেখা গেছে, বাঁশ, খড়, সুতলি, কাদা-মাটি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় নিপুন হাতে গড়ে তোলা হয়েছে দেবী দূর্গা প্রতিমা। এখন চলছে লক্ষ্মী, সরস্বতি, কার্তিক, গনেশ, অসুরসহ অন্যান্য কাজ। এর পর কাঠামো জুড়ে প্রতিমাতে দেয়া হবে রং-তুলির আঁচড়। আগামী ১১ থেকে ১৫ অক্টোবর ৫দিন ব্যাপী চলবে শারদীয় দুর্গোৎসব। ইতোমধ্যেই জেলার অধিকাংশ মন্ডপে প্রতিমায় মাটি লাগানোর কাজ শেষ।

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম বলেন, এই দুর্গোৎসবকে ঘিরে জেলার কোথাও কোন বিশৃঙ্খলা ঘটতে দেয়া হবেনা। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিটি পুজোমন্ডপসহ পাশর্^বর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ জানান, পুজোমন্ডপে পূজারী বা দর্শনার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রতিটি মন্ডপে পুজো কমিটির লোকজন বিষয়টি নিশ্চিত করবেন।

(বিএস/এসপি/অক্টোবর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test