E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বরিশালে ইলিশ রক্ষায় অভিযান শুরু

২০২১ অক্টোবর ০৪ ১৮:০৫:৩৫
বরিশালে ইলিশ রক্ষায় অভিযান শুরু

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : কীর্তনখোলা নদীর নগরীর ডিসি ঘাটসংলগ্ন এলাকা থেকে সোমবার দুপুর ১২টায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান শুরু করেছে প্রশাসন।

অভিযানের উদ্বোধনকালে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার বলেন, ৩ অক্টোবর মধ্যরাত থেকে দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া প্রতিটি উপজেলায় জেলেদের জন্য বরাদ্দ করা চাল পৌঁছে দেয়া হয়েছে। প্রতিটি জেলে পরিবার ২০ কেজি করে চাল পাবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলায় ৫১ হাজার ৭০০ জন জেলে পরিবারকে ১ হাজার ৩৪ টন চাল দেয়া হবে। জেলেরা যাতে দ্রুত সময়ের মধ্যে চাল পান সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মারুফ হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।

(টিবি/এসপি/অক্টোবর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test