E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তারালী ইউনিয়ন নির্বাচনকে ঘিরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে

২০২১ অক্টোবর ০৫ ১৫:৫১:০৭
তারালী ইউনিয়ন নির্বাচনকে ঘিরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পক্ষে আনতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বর্তমান ৭নং সদস্য বাবুল আক্তার কারিকর ও তার প্রতিদ্বন্দি চাচাত ভাই আজিবর কারিকরের মধ্যে দড়ি টানাটানি চলছে। বাড়ছে দু’ গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা।

তারালী ইাউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের স্কুল শিক্ষক বিধান সরকার বলেন, ২০১৩ সালে উপজেলা জুড়ে জামায়াত শিবিরের নাশকতা চলাকালীন তারালী ইউনিয়নের তৎকালিন ও বর্তমান ৭নং ওয়ার্ডের সদস্য বাবুল আক্তার কারিকরও তার লোকজন বিশ্বনাথপুরের হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে ছিলেন। ফলে এলাকার হিন্দুরা নিরাপদে ছিলো। এ ছাড়া গ্রামের বিভিন্ন উন্নয়নে বাবুল আক্তারের যথেষ্ট অবদান রয়েছে।

তবে পরাজিত প্রার্থী ও আগামি ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বাবুল আক্তারের চাচাত ভাই আজিবর কারিকরের পক্ষের দীলিপ অধিকারীসহ তার পরিবারের সদস্যরা এলাকায় শান্তি বিঘœ করতে ঘেরের পানি সরানোসহ বিভিন্ন ইস্যুতে বাবুল আক্তার ও তার ভাইদের সঙ্গে বিরোধ করে চলেছেন। এরই জের ধরে গত ১৭ সেপ্টেম্বর পানি সরানোকে কেন্দ্র করে বাবুল আক্তারের ভাই মনিরুজ্জামান তোতনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। প্রথমে সমস্যার সমাধান হলেও আগামি নির্বাচনকে সামনে রেখে আজিবরের পক্ষ নিয়ে বাবুল আক্তার, তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ও মনিরুজ্জামান তোতনকে অকথ্য ভাষায়গালিগালাজ করলে তারা ক্ষুব্ধ হয়ে দীলিপ অধিকারীর বাড়িতে যেয়ে প্রতিবাদের একপর্যায়ে ধ্বস্তাধ্বস্তি হয়।

এতে দীলিপ অধিকারীকে হাতুড়ি পেটা, তার স্ত্রী বাসন্তী অধিকারীর পেটে লাথি মেরে গর্ভস্ত সন্তান নষ্ট করা ও ভাই গৌর অধিকারীকে পিটিয়ে হত্যার চেষ্টাকরা সহ বিভিন্ন অভিযোগ এনে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দীলিপ অধিকারী বাদি হয়ে বাবুল আক্তার, তার ভাই আব্দুস সালাম, মনিরুজ্জামান তোতনসহ ছয় জনের নামে থানায় মামলা দায়ের করেন। নিজের সমর্থক হওয়ায় আজিবর কারিকর ওই মামলার সাক্ষী হয়েছেন। এ মামলায় আব্দুস সালামকে জেল খাটতে হয়।

তবে এ ধরণের মারপিটের ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা করা যেতো দাবি করে শিক্ষক পরিমল সরকার, সুমন বর্মণ, সরোজিৎ স্বর্ণকার আব্দুস সালামসহ কয়েকজন শিক্ষক বলেন, নোংরা রাজনীতির খেলায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। যাকে তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করায় দীলিপ সরকারের সঙ্গে অনেকের প্রতিনিয়ত বচসা হয়। আগামি ইউপি নির্বাচনকে ঘিরে যাতে নতুন কোন সংঘাত না হয় সেজন্য তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের হস্তক্ষেপ দাবি করেন।

এদিকে দীলিপ অধিকারী বলেন, ঘেরের পানি সরানো নিয়ে তার সঙ্গে বচসার সমাধান হলেও আজিবরের পক্ষে ভোট করায় তাকেসহ পরিবারের তিনজনকে গত ১৭ সেপ্টেম্বর বাড়িতে এসে মারপিট করেছে বাবুল আক্তার ও তার ভাইয়েরা।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক গোবিন্দ আকর্ষণ বলেন, মারপিটের ঘটনায় মামলা হলেও এটি আপোষযোগ্য মামলা। ইচ্ছা করলে স্থানীয় উদ্যোগে আপোষ হলে তারা মামলার চুড়ান্ত প্রতিবেদন দেবেন।

(আরকে/এসপি/অক্টোবর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test