E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা

২০২১ অক্টোবর ০৬ ১৭:০৬:৪০
নওগাঁয় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি : ‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যু পরপরই নিবন্ধন’ এই স্লোগানে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বুধবার দুপুর ১২টায় নওগাঁয় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: হারুন-অর- রশীদ। 

সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ, পৌরসভার মেয়র নাজমুল হক সনি, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অল রশিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জন্ম নিবন্ধন থাকলে শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত তথ্য নিরূপণ করা সহজ হয়। তাই সময়মত জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতার কোন বিকল্প নেই। সভায় সরকারি দপ্তরের কর্মাকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/অক্টোবর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test