E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্রাইয়ে নদীতে ডুবে নিখোঁজ শিশুর ২৬ ঘন্টাতেও সন্ধান মেলেনি

২০২১ অক্টোবর ০৬ ১৭:০৯:০০
আত্রাইয়ে নদীতে ডুবে নিখোঁজ শিশুর ২৬ ঘন্টাতেও সন্ধান মেলেনি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে খালার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ২৬ ঘন্টা অতিবাহিত হলেও নিখোঁজ শিশু আঁখির (১১) এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। শিশু আঁখি নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের টংশিয়ালা গ্রামের আশরাফুল ইসলামের কন্যা। তারা বর্তমানে বগুড়া শহরে বসবাস করে।

জানা গেছে, আঁখি তার মায়ের সঙ্গে আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে খালার বাড়ি বেড়াতে আসে। সেখানে মঙ্গলবার বাড়ি সংলগ্ন আত্রাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুব দিয়ে সে নিখোঁজ হয়ে যায়।

পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুজি করে তার সন্ধান করতে পারেনি। এদিকে সংবাদ পেয়ে রাজশাহী থেকে ডুবুরিদল এসে আত্রাই নদীতে উদ্ধার তৎপরতা চালায়। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরিদল তাকে উদ্ধার করতে না পেরে বুধবার সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু করেছে। শিশুটি ডুবে যাওয়ার ২৬ ঘন্টা পার হলেও তার কোন সন্ধান না পেয়ে বাবা মা পাগলপ্রায় হয়ে গেছে।

এ দিকে এ ঘটনার পর থেকে নদীর দুই তীরে শত শত মানুষ ভিড় জমায়। সংবাদ পেয়ে আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম ও আত্রাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(বিএস/এসপি/অক্টোবর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test