E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ের পাঁচ উপজেলায় ২৯১ দুর্গা মন্ডপ প্রস্তুত

২০২১ অক্টোবর ০৬ ১৭:২৮:২৯
পঞ্চগড়ের পাঁচ উপজেলায় ২৯১ দুর্গা মন্ডপ প্রস্তুত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের পাঁচ উপজেলায় এবারের সারদীয় দুর্গোৎসব উদযাপনে ২৯১টি পূজামন্ডপ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে তেঁতুলিয়া উপজেলায় ৮টি, আটোয়ারিতে ২৯টি, পঞ্চগড় সদরে ৪৯টি, বোদায় ৯৪টি এবং দেবীগঞ্জে ১১১টি।   

আজ বুধবার বোদেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত মহালয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন(এমপি)। ১১ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সার্বজনীন দুর্গোৎসব শুরু, বির্সজন ১৫ অক্টোবর।দেশের সর্ব উত্তর-পশ্চিমের পঞ্চগড় জেলায় প্রতিবছর দুর্গাপূজায় সর্বস্তরের জন-মানুষ ষষ্ঠী থেকে বির্সজন অবধি বিভিন্ন বিনোদনমূলক কর্মকান্ডে জড়িয়ে পরেন। মন্ডপ ঘিরে বসে নাড়ু, মুড়ি-মুরকি, কদমা-বাতাসা, জুড়ি-জ্যালাপির দোকান-পাট। পাওয়া যায় শিশুদের খেলনা থেকে শুরু করে গৃহস্থলী নিত্যপণ্য। পাড়ায় পাড়ায় যুবক আয়োজন করে বিভিন্ন মৌসুমী খেলাধুলা। এবার যা শুরু হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-পঞ্চগড়ের সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি, ধর্ম যার যার উৎসব সবার। আমি মনে করি পঞ্চগড়েই তার বাস্তব চিত্র প্রস্ফুটিত।’

(এআর/এসপি/অক্টোবর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test