E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টেকনিশিয়ান ও প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের অভাব

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাম সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ

২০২১ অক্টোবর ০৬ ১৭:৩৫:১৮
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাম সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ

মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবৎ শুধুমাত্র একজন প্রশিক্ষণপ্রাপ্ত বা দক্ষ ডাক্তারের অভাবে আলট্রাসনো গ্রাম সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার সাধারণ জনগন। স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় প্রতিনিয়ত রোগীর উপস্থিত অনেক বেশী কিন্ত অনেক দামী একটি আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও সেটি  অভিজ্ঞ ও প্রশিক্ষন প্রাপ্ত ডাক্তার না থাকায় প্রায় দুই বছর ধরে ব্যবহৃত হচ্ছে না। ফলে ওই আলট্রাসনোগ্রাম মেশিনে ও রুমে প্রচুর ধুলা পড়ে আছে। ব্যবহার না করাই সেটির নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আ. সালাম জানান, আমি মধুখালীতে একবছর হলো যোগদান করেছি। এখানে আসার আগেই আলট্রাসনোগ্রাম মেশিনটি এ অবস্থায় আছে। একটি দামী আলট্রাসনোগ্রাম মেশিন আছে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার বা দক্ষ ডাক্তার না থাকায় মেশিনটি পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তপক্ষ বরাবর কয়েকবার রিপোর্ট দিয়েছি। সর্বশেষ (৬ অক্টোবর) বুধবারবিষয়টি সহ বিভিন্ন শুণ্যপদ পূরণের জন্য ছকের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর রিপোর্ট দেওয়া হয়েছে।

(এম/এসপি/অক্টোবর ০৬, ২০২১)

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবৎ শুধুমাত্র একজন প্রশিক্ষণপ্রাপ্ত বা দক্ষ ডাক্তারের অভাবে আলট্রাসনো গ্রাম সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার সাধারণ জনগন। স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় প্রতিনিয়ত রোগীর উপস্থিত অনেক বেশী কিন্ত অনেক দামী একটি আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও সেটি অভিজ্ঞ ও প্রশিক্ষন প্রাপ্ত ডাক্তার না থাকায় প্রায় দুই বছর ধরে ব্যবহৃত হচ্ছে না। ফলে ওই আলট্রাসনোগ্রাম মেশিনে ও রুমে প্রচুর ধুলা পড়ে আছে। ব্যবহার না করাই সেটির নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test